মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ছড়া - রাজনীতি বুঝি না

রাজনীতি বুঝি না

-অমরনাথ কর্মকার ১২/০১/২০২১ 


দাদা আমি রাজনীতি বুঝি না

সবেতেই রাজনীতি খুঁজি না।

যখন যেখানে পারি ঢুকে যাই

স্বার্থ সিদ্ধি হ'লে সব ল্যাঠা চুকে যায়।

রাজনীতি নীতির রাজা বলে অভিধান

বাস্তবে দেখি রাজনীতি নেতার বিধান।

রাজনীতি যে কি নীতি বলা ভারি শক্ত

তাই আজ নীতি ছেড়ে শক্তের ভক্ত।

যে দিকে জলের স্রোত বয়ে যায়

সাত পাঁচ না ভেবেই গা ভাসাই

চামড়া কতটা পুরু মেপে আমি দেখি না

তবে এটকু বুঝি মোটে আমি মেকি না।

লোক লজ্জার ভয়ে চোখ আমি বুঁজি না।

দাদা আমি সত্যিই রাজনীতি বুঝি না

তাই সবেতেই রাজনীতি খুঁজি না।

সারাটা বছর শুধু মুখের বুলিতে

নোটের পাহাড় জমা হয় ঝুলিতে

ভোটের বাদ্যি ছড়ায় যখন আকাশে বাতাসে

প্রার্থনা করি যাতে রন পায়ে ঘরে লক্ষ্মী আসে।

বিগত বছরের স্থায়ী আবাস ছেড়ে দিয়ে

পরিযায়ী হয়ে বসি সুবিধের জায়গা নিয়ে।

আমি আমার জন্যে লড়ি, অন্যের হয়ে যুঝি না

সত্যি বলছি আমি রাজনীতি একদম বুঝি না

দাদা আমি কোনখানে অহেতুক রাজনীতি খুঁজি না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?