সোমবার, ২১ মে, ২০১৮

দিলদার

দিলদার: অ.না.ক. ২১/০৫/২০১৮

হৃদয়ের আদান-প্রদান
বাধা নয় দূরত্বের ব্যবধান,
হৃদয়ের দান
যদি বাঁচায় প্রাণ
তবে লাল আলোর নিষেধ নয়,
সঙ্কেত হোক সবুজময়।
অমানবিকতা মেনে হার
আজ বরুণ হয়েছে দিলদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?