শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

গতকাল (১৩/১১/’১৫) প্যারিসের জঙ্গিহানা প্রসঙ্গেঃ



নিথর সন্ত্রাসঃ .না.. ১৪/১১/২০১৫
ছেড়ে দেওয়ার জন্য ছেলেটার
হাজারো কাকুতি-মিনতি-কান্না
শেষপর্যন্ত গ্রাহ্য হ’ল না ।
সৈনিক বলল,
“তোমাকে বাঁচিয়ে রাখলে
তুমি একদিন বড় হবে”।
পরক্ষণেই পয়েন্ট ব্ল্যাংক ফায়ারিং -
ছেলেটার শরীর নিথর হ’ল ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?