আত্মসমালোচনা: অমরনাথ কর্মকার ১৫/০২/২০২৪
আত্মসমালোচনা, নিজের সঙ্গে কথা বলা এগুলো প্রতিটি মানুষের মানসিক স্বাস্থের সুস্থতার জন্য খুব জরুরী। কিন্তু আমাদের সামাজিক পরিবেশ ক্রমশ এমন হয়ে উঠছে যে, যে যার মত চলছে, যা খুশি তাই বলছে অর্থাৎ স্বেচ্ছাচার অধিকাংশ মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হয়ে উঠছে। তাদের মধ্যে আত্মসমালোচনা নেই ব'লে স্বেচ্ছাচার লাগামহীন হয়ে পড়ছে ক্রমশ। রাজনীতিকদের মধ্যে এই প্রবণতা যে কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, প্রতিদিন খবর দেখলে তা স্পষ্ট প্রতীয়মান হয়। আর সত্যিই তো, নিজের সঙ্গে কি বিষয়ে কথা বলব? সমাজে মানুষ ক্রমশ নিজস্বতা হারাচ্ছে। মানুষ নিজেই নিজের মধ্যে থাকে না। একটা স্বাধীন দেশের অধিবাসী হয়েও প্রায় প্রত্যেকেই কেমন যেন পরাধীনতার কটু স্বাদ অনুভব করেন। খুব সত্যি বলতে, রাজনীতি সবকিছুর নিয়ন্ত্রক হয়ে উঠছে, গণতন্ত্রের তন্ত্র বড্ড আলগা। মানুষের স্বেচ্ছাচারিতা, ক্রোধ, প্রতিহিংসাপরায়ণতা, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আত্মসমালোচনা করাটাও বডড শঙ্কার। এক্ষেত্রে Brain Spellman-এর উদ্ধৃতিটি খুবই প্রাসঙ্গিক "Talking to myself is okay. But answering back is risky." তাই বোধহয় আমরা আত্মসমালোচনা করতে ভয় পাই।