রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সমাপ্তি শুরুর বিপরীত (লিমেরিক)

 

সমাপ্তি শুরুর বিপরীত

                       অমরনাথ কর্মকার ১৪/১১/২০২২

 

এখন গ্রীষ্মের তেজ তোমার গালের ভাস্কর্য জুড়ে,

প্রাণজোড়ানো শীতল আমেজ পাই হৃৎপিন্ড খুঁড়ে।

আসন্ন সমাপ্তি হবে শুরুর বিপরীত

তোমার চিবুকে অনুভূত হবে শীত

গলিত লাভার স্রোত বইবে তোমার হৃদয় ফুঁড়ে।

রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

অণু কবিতাঃ তবু আমি রয়েই যাব

 তবু আমি রয়েই যাব 

      - অমরনাথ কর্মকার ১৬/১০/২০২২


হয়ত একদিন তুমি লিখবে আমার নাম

বিচিত্র সব মিথ্যে মেশানো বিকৃত ইতিহাসে।

জানি একদিন শূণ্যে নেমে যাবে আমার দাম

তবুও আমি রয়েই যাব তোমার আশেপাশে।

কারন তোমার ফেলে দেওয়া ময়লাগুলো

তোমার বাঁচার বাতাসে ভরিয়ে দেবে ধুলো।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?