সমাপ্তি শুরুর বিপরীত
অমরনাথ কর্মকার ১৪/১১/২০২২
এখন গ্রীষ্মের তেজ তোমার গালের ভাস্কর্য জুড়ে,
প্রাণজোড়ানো শীতল আমেজ পাই হৃৎপিন্ড খুঁড়ে।
আসন্ন সমাপ্তি হবে শুরুর বিপরীত
তোমার চিবুকে অনুভূত হবে শীত
গলিত লাভার স্রোত বইবে তোমার হৃদয় ফুঁড়ে।
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন