মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

হেরিটেজের কান্না

হেরিটেজের কান্না - অ.না.ক. ৩১/০১/২০১৭

বৈদ্যুতিন যন্ত্র আজ দেখাচ্ছে তেজ,
ডাকবাক্সগুলো হয়ে গেছে হেরিটেজ।
পর্যটনে আজ দুরন্ত গতির লড়াই,
শম্বুক গতির ট্রাম মরে অবহেলায়।
যদি কান পাত তাজমহলের গায়,
বলতে পার কার কান্না শোনা যায় ?

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

শিত যায় যায়

শিত যায় যায় এবার বরফ গলবে
আসছে গ্রীষ্ম তবে কি আগুন জ্বলবে ?

                                      অ.না.ক. ২৮/০১/'১৭ 

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

শিত সকাল



শিত সকালে মুখ দিয়েছি চায়ের কাপে
মনটা কেমন উদাস লাগে উত্তাপে।


                                                    অ.না.. ২৩/০১/২০১৭

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

প্রতিটি মুহূর্ত কাটে তন্দ্রাচ্ছন্ন চোখে

প্রতিটি মুহূর্ত কাটে তন্দ্রাচ্ছন্ন চোখে - অ না ক ১৫/০১/২০১৭


আমার প্রতিটি মুহূর্ত কাটে তন্দ্রাচ্ছন্ন চোখে,
নুয়ে পড়া ঘাড়, একটা বাক্যহীন খিদে
আকাশ আমার কাছে এখন বিস্মৃতপ্রায় অলৌকিক বস্তুর মত ।
আমার দৃষ্টি বাধা পড়ে আছে শুধু নোংরা আবর্জনার দিকে ।
আমার বিচরণ ক্ষমতা নেই, কাঁধে অসহ্য যন্ত্রণা
আমার শরীরের ওপর কে যেন বসিয়ে দিয়েছে
একটা বিশাল ওজনের জগদ্দল পাথর –
মাথা নাড়ানোর সাধ্য নেই আমার ।
কিন্তু সেদিন এসব কিছুর অবসান হ’ল আকস্মিক ভাবে ।
কে যেন বৃষ্টির মত শীতল জল ছিটিয়ে দিল আমার শরীরে
যে জরা আমার শরীরের বর্ণ ধূসরিত করেছিল
সব কিছু থেকে আমি মুহূর্তে মুক্ত হলাম ।
এখন, শেষ পর্যন্ত, আমার সর্বক্ষণের তন্দ্রাচ্ছন্নতা থেকে
আমি সম্পূর্ণ জেগে উঠেছি ।

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

স্বপ্নের রকমফের

স্বপ্নের রকমফের : অ না ক ২৫/১২/'১৬


ঘুমন্ত একটি যুবতি, এক প্রৌঢ়া আর এক বৃদ্ধা,
যুবতির মুখে স্বপ্ন দেখার স্পষ্ট আভাস।
প্রৌঢ়া দেখছে আগামী কালের সংসারের হাজারো ঝক্কি
বৃদ্ধা দেখছে বাড়ির সামনে দিয়ে যমদূতের ফিরে যাওয়া।

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

বৈদ্যুতিন সাগরে বন্ধুর মুখ

বৈদ্যুতিন সাগরে বন্ধুর মুখ ভাসে শয়ে শয়ে,
অলস সময় কাটে বাতাসে বার্তা বিনিময়ে,
বাতাসের ব্যাপক ব্যবধান ভুলে নি:সংশয়ে
ওদের বন্ধু ভাবি, তবু থাকি ভয়ে
থাকবে কি ওরা আমার পাশে অসময়ে ?

                                                                                                               অ না ক  ২০/১২/২০১৬

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?