তোমাকে ভালোবেসেও কাছে রাখিনিঃ অ.না.ক. ০৯/১১/২০১৬
পরিত্যক্ত কাগজের মতো
তুমি উড়ে বেড়াতে এতদিন ।
ভাগ্যিস তোমাকে পাগলের মত
ভালোবেসেও কাছে রাখিনি !
নইলে এক বিছানায় তোমার সাথে
রাত কাটিয়ে ঘুমনোই দায় হ’ত আমার ।
পরিত্যক্ত কাগজের মতো
তুমি উড়ে বেড়াতে এতদিন ।
ভাগ্যিস তোমাকে পাগলের মত
ভালোবেসেও কাছে রাখিনি !
নইলে এক বিছানায় তোমার সাথে
রাত কাটিয়ে ঘুমনোই দায় হ’ত আমার ।