মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

তোমাকে ভালোবেসেও কাছে রাখিনি

তোমাকে ভালোবেসেও কাছে রাখিনিঃ অ.না.ক. ০৯/১১/২০১৬

পরিত্যক্ত কাগজের মতো
তুমি উড়ে বেড়াতে এতদিন ।
ভাগ্যিস তোমাকে পাগলের মত
ভালোবেসেও কাছে রাখিনি !
নইলে এক বিছানায় তোমার সাথে
রাত কাটিয়ে ঘুমনোই দায় হ’ত আমার ।

ঝুল পড়েছে আকাশের গায়


সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

দূষন দোষে দুষ্ট বাতাস

 দিল্লি, বেঙ্গালুরুতে ঘন ধোঁয়াশায় দম বন্ধ করা পরিবেশ

দূষন দোষে দুষ্ট বাতাস
পথ আগলে ছড়াচ্ছে ত্রাস
বলছে ডেকে জনে জনে
কেন ডাকছ নিজের সর্বনাশ?
                         
অ না ক ০৭/১১/'১৬

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

মেয়েটার সব শখ রাতারাতি গেল ঝ'রে

সহোদর নেই বলে খুব শখ ছিল তার
সব ছেলেদের ভাইফোঁটা দেবে তার পাড়ার ।
পাড়ার নির্জন গলিতে বাঘের তীক্ষ্ণ আঁচড়ে
মেয়েটার সব শখ রাতারাতি গেল ঝ'রে ।

                                                                       অ.না.ক.০১/১১/২০১৬

শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

চাইনিজ চাইনা


চাই না
তবু যায় না।
চাই নিজ
বিদেশি ছাড়ো প্লিজ।

                                   অ.না.ক. ২৯/১০/'১৬

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

আলো ছাড়া অস্তিত্বহীন অন্ধকার

আলো ছাড়া অস্তিত্বহীন অন্ধকার
অন্ধকারকে দেখতে লাগে দৃষ্টি ক্ষুরধার
দৃষ্টি মানেই আলো, শুধু আলো ।

                      
                            অ.না.ক. ২৮/১০/'১৬

দু লাইন

দেখে মনে হয় নদীটা গভীর নিশ্চয়
মাপতে যাই না, ডুবে যাবার ভয় ।

                                        অ.না.ক. ২৭/১০/'১৬
 

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?