শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

শিশু দিবসের ভাবনা



শিশু দিবসের ভাবনাঃ অ.না.ক. ১৪/১১/২০১৫

যদি এমন ত -
একদিনে বন্ধ হয়ে গেল হাজার কারখানা
হাজার হাজার ইটভাঁটা, হোটেল কিংবা
চায়ের দোকান
রাজনীতি উত্তাল,
চারিদিকে বনধ আর হরতাল
প্রশাসন বেসামাল
ছাঁটাই শ্রমিকের উদ্দাম মিছিল
মালিকের মুখে কুলুপ
তারপর দেখা গেল  -
স্কুলে স্কুলে ছাত্রের লম্বা লাইন
শিক্ষা দপ্তরের রাতের ঘুম উধাও
ছাত্র সংখ্যা বেড়ে দ্বিগুণ
মিড-ডে-মিলে টান
এমন দিনের বাস্তবায়ন
আমরা দেখব কবে ?


মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

একদিন কবি হয়ে যাব



একদিন কবি হয়ে যাবঃ অ.না.. ১১/১১/’১৫

 
দেখে নিও একদিন আমি সত্যিকারের  
কবি হয়ে যাব
তখন কবিতার ভাবনাগুলোর
অস্তিত্বে ধরবে ঘুন
আজ যে কবিতাগুলো তোমাকে
শোনানোর জন্য ব্যাকুল আমি,
আমার কবি হয়ে ওঠার আগেই
সেগুলো হয়ত ছাপা হয়ে যাবে

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

KOLKATA TUI BURO KHOKA



কাঙ্ক্ষিত জীবনের খোঁজ



কাঙ্ক্ষিত জীবনের খোঁজঃ ২৫/১০/১৫


আমাদের কপালে দৈনিক
বন্দুক ধরে থাকে সৈনিক ।  
মৃত্যু-ভয় করে তাড়া  
আত্মারাম খাঁচা ছাড়া ।
জানি বন্দুকে নেই গুলি
তবু কেন দু’হাত তুলি ?  
তবু কেন বৃথাই করি খোঁজ
কাঙ্ক্ষিত জীবন রোজ রোজ ?

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?