মঙ্গলবার, ৬ মে, ২০১৪

শেষ থেকে শুরু

আমাদের এই দেশ চলে ধুঁকে ধুঁকে



আমাদের এই দেশ চলে ধুঁকে ধুঁকে



ভোট এলে নেতাগণ মরে মাথা ঠুকে



পার হলো কত যুগ , কত মহামারী



অনাহার অশিক্ষার নেই কোন দাঁড়ি



ফিট ফাট চলে নেতা নেই গায়ে কাদা 



ব্যাঙ্কে উপচে পড়ে জুলুমের চাঁদা



চারপাশে ঘিরে থাকে মোসাহেবের ঝাঁক



মাঝে মাঝে শোনা যায় উন্নয়নের হাঁক



সাথে যত বোকা বানানোর ফাঁকা বুলি চলে



ভরসায় বুক বেঁধে জনগণ তারই ছায়া তলে 



“এবার হলনা সব, নিশ্চিত হবে পরের বারে



“ভোট দাও” ব’লে নেতা জনতার দরবারে



স্বাধীনতা ছোটে দ্রুত বেগে শতাব্দীর প্রতি



থেমে থাকে শুধু অভাগা দেশের অগ্রগতি

সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

বৈশাখে বিরহের ব্যথা



বৈশাখে বিরহের ব্যথা : . না. .   ২৯/০৪/২০১৪

আজ আমার মনে বড্ড বিরহের ভার  
মনে ঝড় তোলা এহেন বাতাসে
ভিন দেশী সাদা সাদা মেঘ উড়ে আসে
আসবে আসবে করেও দেখানেই তার 

সবুজের  সমারোহে বণ উদাসীন
ডগমগ সে তার বিচিত্র রঙিন সুখে
আনন্দের স্পষ্ট প্রকাশ থাক তোমার মুখে
আজ আমার নিতান্তই বিরহের দিন

জেগে ওঠ শাখায় শাখায় ডালে ডালে
পল্লবিত কর নিজেকে সবুজ কিশলয়ে
যে তোমার মনে দু: আনবে বয়ে 
বাঁধবে কি  তাকে তোমার হৃদয়ের জালে ?

এমন বৈশাখ মাস বৃষ্টি নামে না
পুড়ে যাচ্ছে মাথা, পুড়ছে অঙ্গ গুলো
উড়ছে ধুলো, অন্ধ করা  ধুলো
বুকে বিরহের ব্যথা থামে না

বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

নববর্ষের অফুরান প্রীতি ও শুভেচ্ছা



নতুন জুতোয় ফোস্কা পায়ে
নতুন জামায় দারুন গন্ধ,
নতুন মানেই নতুন কিছু
কে জানে তা ভালো না মন্দ

তবুও নিয়ম মত বাংলা নববর্ষের অফুরান প্রীতি শুভেচ্ছা সকলকে.না.. বৈশাখ, ১৪২১

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?