শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

'তোমার ভুবনে মাগো এত পাপ' (হারমোনিকা পরিবেশনা)


 

ভালোবাসার মুখে স্বাধীনতার গান

 

ভালোবাসার মুখে স্বাধীনতার গান

-        অমরনাথ কর্মকার ২৫/০৯/২০২২ মহালয়া

-         

যদি তুমি হও চলৎশক্তিহীন

আমি তোমার পা হয়ে দেব তোমার চলার ক্ষমতা।

যদি তুমি হও বাকশক্তিহীন

তুমি আমার মুখেই বলবে তোমার মনের কথা।

যদি তোমার চোখ দৃষ্টিশক্তি হারায়

স্পর্শের অনুভূতি দিয়ে বোঝাব তোমায়,

পৃথিবী কেমন রে টের পায়

নীল রঙ বরফের শীতলতা বোঝায়।

বুঝিয়ে দেব সবুজ মানে

আর্দ্রতা আর অনুরণন।

হলদে রঙে কম্পন আনে

লালে ঝরে উষ্ণ প্রস্রবন।

সাদা বোঝায় ভীষণ তপ্ত,

বেগুনীতে রেশম স্বভাব।

এভাবেই পৃথিবী করে রপ্ত

কমলায় থাকে চটচটে ভাব।

'ভালোবাসা' ব্যাকরনে ক্রিয়াপদ

তার অর্থ ভালোবাসা চলমান

ভালোবাসা চলে বিশ্বময় প্রতি জনপদ

ভালোবাসার মুখে স্বাধীনতার গান।

কেন ? এর ব্যাখ্যা সহজেই মেলে

প্রকৃতি, শব্দ আর স্পর্শের কাছে গেলে।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?