ভালোবাসার মুখে স্বাধীনতার গান
- অমরনাথ কর্মকার ২৫/০৯/২০২২ মহালয়া
-
যদি তুমি হও চলৎশক্তিহীন
আমি তোমার পা হয়ে দেব তোমার চলার ক্ষমতা।
যদি তুমি হও বাকশক্তিহীন
তুমি আমার মুখেই বলবে তোমার মনের কথা।
যদি তোমার চোখ দৃষ্টিশক্তি হারায়
স্পর্শের অনুভূতি দিয়ে বোঝাব তোমায়,
পৃথিবী কেমন ক’রে টের পায়
নীল রঙ বরফের শীতলতা বোঝায়।
বুঝিয়ে দেব সবুজ মানে
আর্দ্রতা আর অনুরণন।
হলদে রঙে কম্পন আনে
লালে ঝরে উষ্ণ প্রস্রবন।
সাদা বোঝায় ভীষণ তপ্ত,
বেগুনীতে রেশম স্বভাব।
এভাবেই পৃথিবী করে রপ্ত
কমলায় থাকে চটচটে ভাব।
'ভালোবাসা' ব্যাকরনে ক্রিয়াপদ
তার অর্থ ভালোবাসা চলমান
ভালোবাসা চলে বিশ্বময় প্রতি জনপদ
ভালোবাসার মুখে স্বাধীনতার গান।
কেন ? এর ব্যাখ্যা সহজেই মেলে
প্রকৃতি, শব্দ আর স্পর্শের কাছে গেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন