মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

গঙ্গাসাগরের ডায়েরি - ২০১৮

অনেক দিন ধরেই ভাবছি গঙ্গাসাগরের ডায়েরি একসঙ্গে ক'রে রাখব। নিজের লেখা, তা। সে যেমনই হোক, নিজের কাছে অমূল্য সম্পদ। আজ সেই ভাবনার বাস্তব রুপ দিতে পারলাম শেষ পর্যন্ত।



গঙ্গাসাগরের ডাইরি: ৫ জানুয়ারি,২০১৮
এবারের ঘটনাটা অভূতপূর্ব।  বেশ কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এবার নাকি গঙ্গাসাগর মেলায় আমাদের ডিউটির নির্দেশ আসবে। শুনে কিছুটা ভয়ই পেয়েছিলাম। কারন এখানে ডিউটি করতে আসা কয়েকজনের মুখে থাকা-খাওয়া নিয়ে যে তিক্ত অভিজ্ঞতার কথা শুনেছি তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মেলার দিন ক্রমশ আসন্ন হ'তে শুরু করল, প্রতিদিনই অফিসের মেল দেখতে থাকলাম, কিন্তু ৪ তারিখ দুপুর পর‍্যন্তও যখন কোন নির্দেশ পেলাম না, তখন অনেকটাই আশ্বস্ত বোধ করলাম এবং প্রায় নিশ্চিত হলাম যে নির্দেশ আর আসবে না। আলিপুরে একটা ট্রেনিং-এ অংশ নিয়ে বাড়ি ফিরে যখন নিশ্চিন্তে শীতল পরিবেশে একটা বৈকালিক ঘুমের আয়োজন করছি তখন স্মার্ট ফোনের হোয়াটসঅ্যাপ নামক সামাজিক মাধ্যমে দু:সংবাদটি এল। মারাত্মক খবরটা প্রথমে দিনের, পরে রাতের ঘুমটাও কেড়ে নিল। নির্দেশ পালন করতে আজ খুব সকালে নামখানা লোকাল ধ'রে কাকদ্বীপ নেমে সেখান থেকে ভেসেলে বিপুলাকার নদী পেরিয়ে নামলাম কচুবেড়িয়ায়। এখান থেকে তীর্থযাত্রী বোঝাই বাসে চিড়েচ্যাপটা কোনোরকমে মেলা-প্রাঙ্গনে এসে হাজির হলান। তখন বেলা প্রায় দেড়টা-দুটো হবে।এসে দেখি আয়োজন অসম্পূর্ণ। ভেবেছিলাম লোটা-কম্বল রেখে বাড়ি ফিরে যায় এবং ৮ তারিখে এসে ডিউটি করব। কিন্তু সম্ভব হ'ল না। কারন নদীতে জোয়ার না থাকায় ভেসেল ছাড়তে দেরি হবে। অগত্যা ফিরে এলাম। রাতের আশ্রয়, খাবার সবই মিলল।  আবার আগামী কাল যুদ্ধ জয়ের জন্য  প্রস্তুত হবার পালা।

গঙ্গাসাগরের ডায়েরি: ০৬ জানুয়ারি,২০১৮
গতকাল বলেছিলাম আজ যুদ্ধ জয়ের প্রস্তুতি থাকবে। বাস্তবে দেখলাম প্রতিপক্ষই অনুপস্থিত।অর্থাৎ কোন কাজ তো হ'লই না উল্টে যা করতে বলা হ'ল তা কতটা কার‍্যকরি হবে তারও নিশ্চয়তা পাওয়া গেল না। যাক, সেটা গেল প্রফেসনাল দিক যা  নিয়ে বেশি না বলাটাই ভাল। বেশি রাতে শুয়ে দেরিতে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো ক'রে প্রায় মিস করতে করতে অফিসের ট্রেন ধরার অভ্যেস মজ্জাগত হয়ে যাওয়ার কারনে গত রাতে দেরি করে শুয়ে আজ ভেবেছিলাম দেরি ক'রে উঠব। কিন্তু একসঙ্গে তিরিশ জনের থাকার ঘরে সকালবেলার গল্পগুজবের আওয়াজে সকাল সকাল ঘুম ভেঙে গেল। সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম আজ। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনের খুব কাছেই আমাদের থাকার আয়োজন। বাড়ি থেকে বারবার অনুরোধ এসেছে এই সুযোগে কপিল মুনির মন্দিরে পূজো দেওয়ার জন্য। অতএব, বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু পূজো দেওয়ার চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লাম মন্দিরের ছবি তুলতে। মেলা প্রাঙ্গনে কিছু কিছু সাধুর দেখা মিলল, তাদের ছবি তুললাম, যদিও আমার শোনা বা ছবিতে দেখা অদ্ভুত বেশধারী (বা বেশহীন) সাধুদের সাথে এদের মিল পেলাম না। হয়ত তারা এখনও এসে পৌঁছয়নি। পূজো দেওয়ার কাজটা আগামীকালার জন্য বরাদ্দ রেখে ফিরে এলাম আশ্রয়স্থলে। প্রাত:রাশ সম্পূর্ণ  করার পর ডাক এল মিটিং-এ জরুরী অংশ নেওয়ার জন্য। সেটা শেষ ক'রে স্নান-খাওয়ার পর্ব সম্পূর্ণ করলাম। ইচ্ছে থাকলেও দ্বিপ্রাহরিক নিদ্রা বর্জন ক'রে চললাম জেটিগুলিতে সরজমিনে সি সি টিভি ক্যামেরার অবস্থান দেখতে। সারাদিন পর সন্ধ্যে নামার সঙ্গে উষ্ণতার পারদ ক্রমশ নামতে শুরু করল। সুতরাং সকাল সকাল নৈশ ভোজ সম্পূ র্ণ ক'রে ঘরে ঢুকে গেলাম। ইতিমধ্যে অনেকের সমবেত নাসিকাগর্জনে ঘর সরগরম (স্বরগ্রাম বোঝা আমার সাধ্য নয়)।  আর আমার তো সবে সন্ধ্যে। কালকের কর্ম পরিকল্পনা অনির্দিষ্ট।  অতএব, দেরিতে ঘুম থেকে ওঠার আগাম পরিকল্পনা নেওয়া যেতেই পারে।

গঙ্গাসাগরের ডায়েরি: ৭ জানুয়ারি, ২০১৮
আজ সত্যি সত্যিই দেরি ক'রে ঘুম থেকে উঠেছি। আর যেমনটি বলেছিলাম তেমনই করেছি অর্থাৎ কপিল মুণির মন্দিরে পূজো দিতে ভুল করিনি। পূজো দেওয়ার আগে মন্দির পেরিয়ে সোজা চ'লে গিয়েছিলাম সমুদ্রের ধারে। কপিল মুণির মন্দির থেকে মাত্র কয়েকশ মিটার দূরেই সমুদ্রতট। না দীঘা, পুরীর মত সমুদ্র উপভোগ করার প্রত্যাশা করলে একদম ভুল হবে। দিগন্ত বিস্তৃত জলরাশি আছে, কিন্তু উত্তাল তরঙ্গ নেই - বলতে গেলে প্রায় নিস্তরঙ্গ, প্রশান্ত। তবে হাজারে হাজারে পুণ্যার্থী  এরই জলে পরম বিশ্বাসে খুঁজে পাচ্ছেন পুণ্যার্জনের উপাদান। দেখলাম রাজ্যের, ভিন-রাজ্যের কাতারে কাতারে মানুষ জলে নেমে পরম উদ্দীপনায়, অকৃত্রিম বিশ্বাসে সাগরের জলে পুণ্যস্নানে ব্যস্ত। কিছু কিছু তিলক-মালাধারী পুরুষ, মহিলাকে দেখলাম সমুদ্রতটে পূজোর উপকরণ সাজিয়ে ব'সে সাগরের উদ্দেশ্যে পূজো নিবেদন করতে। এখানেও চোখে পড়ল একদল স্থানীয় ছেলে-মেয়ে চুম্বক লাগানো জাল দিয়ে জল থেকে পুণ্যার্থীদের ফেলা পয়সা সংগ্রহ করছে। সমুদ্র দেখার সেই আনন্দ না পেলেও কাছে এসে না দেখে ফিরে যাব তাই বা হয় কি করে! সেখান থেকে ফিরে এসে সোজা ঢুকে পড়লাম মন্দির চত্বরে। পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মন্দিরের উঁচু চাতালে ওঠার মুখেই সেনাবাহিনীর বদান্যতায় মিলে গেল বাংলা ভাষার শ্রীমদভগবতগীতা সংস্করণ, একেবারে বিনামূল্যে। মন্দিরের ভেতরে পূজারীর হাতে পূজোর উপকরণ দিয়ে দিতেই পূজো দিয়ে প্রসাদ হাতে পেয়ে গেলাম। কপালে সিঁদুরের রেখা নিয়ে একটা ছবিও তুলে ফেললাম চটপট - উদ্দেশ্য, সত্যি বলতে কি, বাড়ির লোকদের মনে আমার সত্যিকারের পূজো দেওয়ার প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্বাস অর্জন। তা'হলে পূজো-আর্চার ব্যাপারে আমার প্রতি বিশ্বাসযগ্যতা যে কি মারাত্মক, তা এতক্ষনে নিশ্চয়ই বোঝা গেছে। যা হোক মন্দিরের ভেতর থেকে আর একটা গীতাও মিলে গেল বিনামূল্যে। এবার ফেরার পালা। ফেরার পথে আজ গত কালের তুলনায় সাধুর সংখ্যাধিক্য বুঝতে পারলাম। গায়ে ছাই-ভষ্ম মাখা এক সাধু নিজের ডেরা রঙ করতে ব্যস্ত। মনে হ' ল একটা ছবি তুলি। ক্যামেরা উঁচিয়ে ধরতেই বিপুলাকায় সাধুর ভয়ংকর ধমকানিও শুনতে হ'ল। কিন্তু নিরস্ত না হ'য়ে ছবিটা তুলেই ফেললাম। ঘরে ফিরে এসেই চ'লে যেতে হ'ল মেলা অফিসে - কম্পিউটারে ছোট্ট একটা কাজ করতে। দুপুরের খাওয়া সেরে ইচ্ছে ছিল একটু ঘুমাবো। কিন্তু কাউকেই দেখলাম না ঘুমাতে- সবাই হৈ হৈ ক'রে গল্প-গুজবে ব্যস্ত। অতএব, আমি ব্যতিক্রমী হই কি ক'রে। তাই সঙ্গে আনা পত্রিকা প'ড়ে আর মোবাইলে সোস্যাল মিডিয়ায় বিচরণ ক'রে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে দিলাম অনায়াসে।  সন্ধ্যে বেলা আবার বেরিয়েছলাম কপিল মুনির আশ্রমে রাতের পরিবেশ আর আশ্রমের আলোকসজ্জা অবলোকন করতে। বিচিত্র আকর্ষনীয় আলোকসজ্জা সত্যিই মন ভরিয়ে দেয়। প্রায়ান্ধকার সমুদ্রতটের দৃশ্য দেখার লোভও সামলাতে পারলাম না। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি, সমুদ্রতটে চা পান ক'রে সাধুদের নানান কর্মকান্ড দেখতে দেখতে ফিরে এলাম আমাদের ডেরায়। কাজ-কম্ম নেই। দশটা নাগাদ নৈশাহার সম্পূর্ণ  ক'রে একটু আগে বিছানায় লম্বা হয়েছি। পাশের খাটে গান চলছে।  হই হুল্লোড়ে ঘর এখন প্রায় জলসাঘরে পরিণত। আমি ততক্ষনে লিখে ফেললাম আজকের অভিজ্ঞতা। কাল কাজ শুরুর আগাম শতর্কতা জারি হয়েছে। জানিনা কতটা বাস্তবে পরিণত হবে। ঘুমানোর দেরি আছে। আপাতত থামলাম। শুভরাত্রি।

গঙ্গাসাগরের ডায়েরি: ৮ জানুয়ারি, ২০১৮
আজ আমার সকাল হয়েছে ন'টায়। অন্যদিন, আগেই বলেছি, অনেক মানুষের প্রভাতি আড্ডায় সকাল সকাল ঘুম ভেঙেছে। আজ ছিল তার ব্যতিক্রম। অবশ্য তার অন্যতম প্রধান কারন, গতকাল রাত্রে আমার পাশের খাটের সহকর্মী অভিনব শব্দে নাসিকাগর্জন করেছে সারারাত। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নাসিকাগর্জনের ভয়ঙ্কর, বিচিত্র এবং অশ্রুতপূর্ব শব্দে মাঝে মাঝেই ঘুম ভেঙে গেছে এবং আকষ্মিক ঘুম ভাঙার কারনে আতঙ্কিত হয়ে পড়েছি। ভোরবেলা থেকে বেলা ন'টা পর্যন্ত একটু ভাল ঘুম হয়েছে। বিছানা ছেড়েছি প্রাত:রাশ প্রস্তুত হওয়ার খবর শুনে। স্নান সেরে সকালের লুচি-তরকারি খেয়ে আজও বেরিয়েছিলাম আশপাশের অঞ্চল পরিক্রমা করতে। পরিস্কার ঝকঝকে রাস্তাঘাট। বেশ সাজানো-গোছানো। বিভিন্ন সরকারী দপ্তরগুলো সযত্নে সাজানো। কনকনে ঠান্ডা হাওয়ার আক্রমণ ঠেকাতে চাদরের বর্ম  বেশ সাহায্য করেছে। গতকাল রাত্রে ঘোরাঘুরির সময় রাতের সাগর দ্বীপ চমতকার লেগেছে। বিশেষ ক'রে মেলা প্রাঙ্গনের আশেপাশের বিস্তীর্ণ  এলাকা আলোয় আলোয় সাজানো। দিনের আলোর মত উজ্জ্বল লাগছিল গোটা এলাকা। আজও একবার কপিল মুনির মন্দির ঘুরে এসেছি। এরপর মেলা অফিসে সামান্য কাজ করে মধ্যাহ্ন ভোজনের পর্ব সম্পূর্ণ ক'রে আবার কাজে বসেছি। যে কাজের কথা বলছি তা কিন্তু যে কাজের উদ্দেশ্যে এখানে আসা তার সঙ্গে আদৌ সম্পর্কযুক্ত নয়। মূল কাজ এখন শুনছি আগামী কাল থেকে শুরু হবে। সেটা অবশ্য ঈশ্বরই জানেন। সন্ধ্যে বেলায় ঘরের উদ্দেশ্যে বাইরে বেরোনো মাত্রই শৈত্য প্রবাহের মাত্রার অনুভূতি টের পেলাম। দোকান থেকে এক কাপ চা খেয়ে সোজা চ'লে এসে ঘরের উষ্ণতায় প্রবেশ করলাম। এসেই কম্বল চাপা দিলাম একটু উষ্ণতার জন্য। পাশের খাটে বাজছে পুরোনো হিন্দি গান। ঢুলু ঢুলু চোখে আধো ঘুম আধো জাগরনে অনেকটা সময় অতিবাহিত ক'রে নৈশাহারের অপেক্ষায় সময় কাটাবো ভাবছি। কিন্তু চা-এর উষ্ণতা শিত কাটানোর প্রধান অস্ত্র এই কথা ভেবে কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম চা খেতে। রাস্তায় দেখলাম প্রচুর পুণ্যার্থী দলে দলে প্রবেশ করছে মেলা প্রাঙ্গনের উদ্দেশ্যে। চা খাওয়াও হ'ল আবার একটু সাধু দেখার চেষ্টাও করলাম। ফেরার পথে মন্দিরে সন্ধ্যারতির শঙ্খ -ঘন্টার শব্দ পেলাম। কালবিলম্ব না ক'রে ছবি তোলার নেশায় ছুটলাম মন্দিরে। সাধুদের কীর্তি-কলাপে আজ তেমন কিছু বৈচিত্র‍্য পেলাম না, হয়ত পুণ্যার্থী এখনোও তেমন আসেনি তাই।  ঘরে ফিরে এলাম একটু উষ্ণতা সঙ্গী ক'রে। রাত দশটা নাগাদ  খবর পেয়ে শিতবস্ত্রে শরীর ঢেকে বেরিয়ে পড়লাম নৈশাহারে। ফিরে সোজা বিছানা। অনিশ্চিত আগামীকাল।

গঙ্গাসাগরের ডায়েরি: ৯ জানুয়ারি,২০১৮
দু:সংবাদটা পেয়েছিলাম গতকাল মাঝ রাতে। গতকালের (৮ জানু:) ডায়েরি ততক্ষনে লেখা এবং পোস্ট করা হয়ে গেছে। তাই আজকের ডায়েরি এখান থেকেই শুরু করছি। হঠাত খবর এলো যে ঘরে আমরা আছি আগামী কাল সে ঘর ছেড়ে দিতে হবে। বিকল্প ব্যবস্থার (পুনর্বাসন  বলাটাই বোধ হয় যুক্তিযুক্ত)  কোন খবর জানা নেই।  খবরটা প্রায় বজ্রাঘাতের মত আঘাত হানল মনে। রাত প্রায় তিনটে পর্যন্ত এই কঠিন পরিস্থিতি মোকাবিলার কৌশল তৈরি করার কাজে ব্যস্ত থাকতে হ'ল। তার পরেও যে ঘুম আসবে তার সম্ভাবনা কম। আসলে এমন পরিস্থিতিতে আগে আমাকে কখনোও পড়তে  হয়নি বলেই বোধহয় আমার মধ্যে তৈরি হওয়া আতঙ্ককে প্রশ্রয় দিয়ে ফেলেছিলাম অতিরিক্ত। তারপর মানসিক চাপের সঙ্গে ঘুমের দ্বন্দ্বে ঘুমের জয় হ'ল। অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম ভোর বেলা। ঘুমের এই জয়ের কারন সম্ভবত আগে এই কাজে আসা সহকর্মীদের মুখে তাদের একই রকম তিক্ত অতীত অভিজ্ঞতার কথা শোনা এবং একই সঙ্গে সমস্যা সমাধানের কষ্টকর অথচ শেষ পর্যন্ত ফলপ্রসূ সমাধানের বিস্তৃত বিবরণ শুনে খানিকটা আশ্বস্ত হওয়া। সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় সাড়ে ন'টা।একেবারে স্নান সেরে একটু চা পানের উদ্দেশ্যে বাইরে এলাম সদলবলে। তখনও জিনিসপত্র নিয়ে ঘর ছাড়ার পরিকল্পনা করিনি শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য। কিন্তু কিছুক্ষনের মধ্যেই খবর এল ঘর খালি ক'রে দেওয়ার জন্য। ছুটলাম তড়িঘড়ি।ব্যাগপত্র নিয়ে উপস্থিত হলাম ডিউটি রুমের সামনে ঘর পাবার আশায়। সেখানে যে ঘরের বন্দোবস্ত করা হ'ল তা শুনে আশাহত হলাম। অনুরোধ করা হ' ল একটু ভাল বন্দোবস্তের জন্য। খাওয়ার আয়োজন নিয়ে কোন অভিযোগ নেই, থাকলেও সে নিয়ে বেশি মাথাব্যথা নেই। কিন্তু থাকার ঘর আর শৌচালয়ের একটু সুবন্দোবস্ত না থাকলে বড্ড অসুবিধা হয়। অভিযোগের যাথার্থ্য বুঝেই হয়ত কর্তৃপক্ষ আশ্বাস দিলেন ভালো কিছু বন্দোবস্ত করার কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে এই শর্তে। অপেক্ষা করার ফাঁকে প্রাত:রাশ হ'ল। সময়ের সাথে সাথে উদ্বেগের পারদও চড়তে লাগল। মানসিক চাপ সামলানোর জন্য বেরোলাম একটু ঘোরাঘুরি করতে। রাস্তা আজ পুণ্যার্থীদের আনাগোনায় জনবহুল - সেই সাথে যানবাহনেরও সংখ্যাধিক্য। মন্দিরের দিকে ঘুরে এলাম। কিন্তু সেই উদ্বেগ যেন কিছুতেই পিছু ছাড়ে না। ইতিমধ্যে মধ্যাহ্ন ভোজন সেরে ফেললাম। সেখানে আজ থেকে কুপনের ব্যবস্থা চালু হয়েছে। অপেক্ষায় অপেক্ষায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হ'ল। তখনও কর্তৃপক্ষ কোন আশার কথা শোনাতে পারেনি। তীর্থের কাকের মত ব'সে আছি। সন্ধ্যে গড়িয়ে রাত। ঠান্ডা হাওয়ায় শরীরে কাঁপুনি। তবুও আশায় আশায় অপেক্ষমান - কখন সুখবরটি পাওয়া যায়। মন মেজাজ ভাল নেই ব'লে রাতের খাবার খেতে ইচ্ছে হচ্ছিল না। সহকর্মীদের অনুরোধে সামান্য নৈশাহার ক'রে আবার হাজির হলাম কোথায় থাকার বন্দোবস্ত হ'ল জানার জন্য। রাত সাড়ে দশটা নাগাদ সুখবর একটা পাওয়া গেল। ব্যবস্থা যা হ'ল তাতে নিশ্চিন্তে রাত কাটানো যাবে জেনে উদ্বেগ অনেকটাই কমল। এই ব্যবস্থা করার পেছনে কিছু সহকর্মীর অবদান অনস্বীকার্য।  পাশের ক্যাম্প খাটে জনৈক সহকর্মীর বিরামহীন বিচিত্র শব্দের নাসিকাগর্জনে কান যখন ঝালাপালা, তখন চাদরে কান ঢেকে শীতলতা এবং নাসিকাগর্জন উভয় থেকে পরিত্রাণ পাবার পাশাপাশি আজকের ডায়েরি লেখার কাজ চালিয়ে যাচ্ছি। আজ আর ছবি-টবি তুলিনি, মানসিক পরিস্থিতি সেই কাজে উতসাহ যোগায়নি। আগামীকাল থেকে নির্ধারিত
 কাজ শুরু হওয়ার কথা। আপাতত চাই ঘুম - সারাদিনের কর্মহীন দীর্ঘ উদ্বেগময় ক্লান্তি থেকে মুক্তি পেতে। সুন্দর আগামীকালের আগাম প্রত্যাশায় - শুভরাত্রি।

গঙ্গাসাগরের ডায়েরি: ১০ জানুয়ারি,২০১৮
গতকাল অনেক রাতে রাত্রিবাসের জায়গা পেয়েছিলাম। কনকনে ঠান্ডায় সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি ক'রে, প্রবল উতকন্ঠায় দিন কাটিয়ে যখন রাত্রিবাসের জায়গা মিলল তখনও উদ্বেগের রেশ কাটেনি, ফলে সহজে ঘুম আসেনি। অন্ন, বস্ত্র ও আশ্রয় এই তিনটি বস্তুই যে বেচে থাকার প্রাথমিক উপকরণ তা হাড়েহাড়ে টের পেয়েছি গতকাল। আশ্রয় আরামদায়ক না হলেও এই বিশাল লোক সমাগমের জায়গায় তা যথেষ্টই ভাল। সকালে ঘুম ভেঙেছে আগেই। কাজ আজও সে ভাবে শুরু হয়নি। তবে উপস্থিত থাকতে হয়েছে কর্মস্থলে কিছুক্ষনের জন্য। সকালে চান ঘরে গান গেয়ে বিদ্যুৎচালিত উষ্ণ প্রস্রবনে (গিজারের বাংলা প্রতিশদ এর চেয়ে ভাল তৈরি করতে পারলাম না) স্নান সেরে বেরোলাম যখন তখন বেলা ন'টা বাজে প্রায়। প্রাতরাশের কুপন হাতে পেয়ে প্রাতরাশ খেয়েছি যথা সময়ে।  সকাল দশটায় মিটিং-এ অংশ নিয়ে বেরিয়েছিলাম এই ক'দিনে প্রিয় হয়ে ওঠা এক চায়ের দোকানে চা খেতে। তখনই রাজপথে দেখলাম মিছিলের মত ক'রে নানান বয়সের এরাজ্য, ভভিন-রাজ্যের মানুষ চলেছে কপিল মুনির আশ্রমের দিকে। কারোও হাতে ধরা ধর্মীয় স্তুতি লেখা পতাকা। কেউ কেউ বিকলাঙ্গতার কারনে খুঁড়িয়ে হাটছে। ছবি তুলে রাখতে ইচ্ছে করল এই দৃশ্যের, তুললামও। পথ চলতে চোখে পড়ল বয়ষ্ক এক দম্পতিকে। অশিতিপর অন্ধ, অশক্ত এবং হাটতে প্রায় অক্ষম এক বৃদ্ধকে তার স্ত্রী প্রায় টেনে হিচড়ে মেলার দিকে নিয়ে চলেছে আর সমানে ব'লে চলেছে 'ওই তো সামনে হোটেল আছে'. বুঝতে অসুবিধা হ'ল না যে বৃদ্ধকে হোটেলে থাকার লোভ দেখিয়ে স্ত্রী স্বামীর সঙ্গে এসেছে গঙ্গাসাগরে পুণ্যার্জন করতে। দূর দূরান্ত থেকে এতটা দুর্গম পথ পাড়ি দিয়ে এসে গঙ্গাসাগরে পুণ্যস্নান ক'রে কতটা পুণ্যার্জন হয় জানা নেই কিন্তু যেটুকু দেখলাম তাতে নিশ্চিত হলাম যে এই সমস্ত মানুষের মনে যে বিশ্বাস তা আক্ষরিক অর্থেই নিখাদ, অকৃত্রিম। রাস্তায় ঘুরতে ঘুরতে এরকম অনেক ছোট ছোট বিষয় আমার চোখে পড়েছে। দুপুরের খাবার খেতে এসে দেখি লম্বা লাইন। আমিও দাঁড়িয়ে গেলাম টোকেন হাতে লাইনে। মাংস, ডিম এসব থাকলেও এ ক'দিনের নিয়মভাঙা জীবন যাত্রার পক্ষে চারাপোনাকেই ভাতের অনুষঙ্গ হিসাবে বেছে নিলাম। দুপুরের ভাত-ঘুমের সুযোগ মিলল না। ব'সে গেলাম কম্পিউটারের টেবিলে। বিকেলে যখন অবসর মিলল, চললাম বহুদিনের পোষিত কৌতুহল মেটাবার উদ্দেশ্যে কপিল মুনির আশ্রম চত্বরে। আসলে চেয়েছিলাম উলঙ্গ নাগা সন্ন্যাসিদের কার্যকলাপ দেখতে। দেখলাম। অবাক হলাম তাদের অর্থোপার্জনের কৌশল দেখে এবং আরও বিষ্মিত হ'লাম এদের প্রতি নারি পুরুষ নির্বিশেষে অন্ধ বিশ্বাসের মাত্রা দেখে। দেখলাম এই শিতেও তারা বিবস্ত্র অথচ সামনে রয়েছে প্রজ্জ্বলিত কাঠ। এরা প্রত্যেকেই প্রবল নেশাসক্ত। চা খেয়ে সোজা ফিরে এলাম শৈত্য প্রবাহের হাত থেকে মুক্তি পেতে। তারপর রাতের খাবার খেতে বেরোলাম। হোগলা পাতায় ঘেরা যেখানে খাওয়ার আয়োজন করা হয়েছে তার ঠিক সামনে এক বয়স্ক লোককে ক'দিন ধ'রে দেখছি পান-সিগারেট বিক্রি করতে। আমি পানাসক্ত, তাই খাবার পরে তার কাছ থেকে একটা ক'রে পান কিনি এবং পান তৈরি করার ফাঁকে আলাপচারিতায় জেনে নিই তার আবাস, এখানে এতদূরে আসার উদ্দেশ্য এই সব। আজ খেতে অন্য দিনের তুলনায় অনেক দেরি হয়েছে। খেয়ে বেরিয়েছি যখন তখন প্রায় রাত সাড়ে এগারোটা। তখনোও দেখি তিনি বসে। পান কিনলাম। কিন্তু লক্ষ্য করলাম এই প্রচন্ড শিতেও তার গায়ে তেমন কোন গরম পোষাক নেই। জিজ্ঞেস করলাম, 'চাদর টাদর নেই?' বলল, 'চাদর নেই. যেখানে আস্তানা গেড়েছে সেখানে একটা কম্বল আছে। চ'লে এলাম পান মুখে দিয়ে
 এসেই কোনক্রমে জামা-প্যান্ট পালটে কম্বলের তলায় ঢুকে এই ডাইরি লিখছি। ততক্ষনে সেই পান বিক্রেতা ঘরে ফিরেছে নিশ্চয়ই। কাল থেকে নিশ্চিতভাবে কাজ শুরু হবে এমনটি নিশ্চয়তা মিলেছে। অতএব কাল থেকে চারদিকের ঘটনাপ্রবাহ অবলোকনের সুযোগ যে কমবে এবং ডায়েরির শব্দ সংখ্যা সেই সাথে হ্রাসমান হবে সে কথা বলাই বাহুল্য। শিতল শুভরাত্রি।

গঙ্গাসাগরের ডায়েরি: ১১ জানুয়ারি, ২০১৮
গতকাল রাতে শিতল শুভরাত্রি জানিয়েছিলাম। আজ কিন্তু এখানে সকাল থেকে সন্ধ্যাবধি শিতলতার মাত্রা অনেকটাই কম ছিল অথচ খবরেরকাগজ আর ইন্টারনেটের আবহাওয়ার খবর বলছে জেলাগুলিতে চলছে শৈত্য প্রবাহ, গত চোদ্দ বছরে এত ঠান্ডা না কি আগে পড়েনি। একেই হয়ত বলে প্রকৃতির খাম খেয়ালিপনা। গতকালের ডায়েরি ছিল অনেকটা লম্বা। ফলে অনেক রাত অবধি লিখতে হয়েছে। ফলশ্রুতি, সকাল বেলায় গভীর নিদ্রাচ্ছন্নতা কাটিয়ে কষ্টকর শয্যা ত্যাগ। ঘরের লাগোয়া একটিমাত্র শৌচাগার ঘরের বাসিন্দা সংখ্যার তুলনায় অপ্রতুল। তাই সুযোগসন্ধানীর ভূমিকায় অবতীর্ণ হ'তে হয়েছিল অগত্যা। প্রকৃতির ডাক (ঘুম থেকে সকালে উঠলে ওটা অনেকটা যে হুঙ্কারে পরিণত হয় তা হয়ত সবাই উপলব্ধি করেন) আর সকাল ন'টায় কাজে যোগ দেওয়ার তাড়া দুই-এর সাঁড়াশি আক্রমণে আমাকে সুযোগসসন্ধানি হ'তেই হয়েছিল। এমনকি মিথ্যাবাদি হয়েছিলাম বললেও ভুল বলা হবে না। কারন শুধু শৌচকর্ম করার নাম ক'রে স্নানটাও সেরে ফেলেছিলাম একই সাথে। ন'টার মধ্যেই স্যুটেড-বুটেড হয়ে সোজা প্রাত:রাশের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ডিম-কলা-পাউরুটি সহযোগে প্রাতরাশ সেরে কালবিলম্ব না ক'রে চললাম ডিউটি রুমে। কাজ আজ করতে হয়েছে অনেকটাই। গলায় পরিচয়পত্র ঝুলিয়ে কাজে বেশ খানিকক্ষণ ব্যস্ত থেকে বাইরে উকি মেরে দেখলাম মধ্যাহ্ন ভোজনের জন্য দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না ক'রে দাঁড়িয়ে খাওয়ার বিকল্প অবলম্বন ক'রে সময় বাঁচালাম। সেখান থেকে বেরিয়ে সেই বৃদ্ধ পান বিক্রেতার কাছ থেকে পান কিনলাম এবং দেখলাম আজও তার শরীরে শীতের পোষাক অপ্রতুল। কারন জিজ্ঞেস করতে বলল ,'আজ তেমন ঠান্ডা নেই - কুয়াশার কারনে শীত কম'। সত্যিই তাই। কিন্তু রাত্রে ঠান্ডা পড়লে কি করবে সে প্রশ্ন করাতে এটা বুঝিয়ে দিল যে, যে কম্বলটা আছে তা প'ড়ে আসার অনুপযুক্ত।  তার কথাবার্তা আমার কাছ থেকে কিছু সাহায্য পাবার ঈঙ্গিত বহন করে।  পিতৃসম বৃদ্ধের দৈন্য দশা দেখে ফেরার আগে তাকে কিছু সাহায্য করার বাসনা আগেই জন্মেছিল। এই ইচ্ছে হওয়ার আরও একটি কারন আমার সঙ্গে তার সহজ-সরল ব্যবহার। যদিও একবারও তার সামনে অদ্যাবধি সে ইচ্ছের কথা প্রকাশ করিনি। দুপুরের খাওয়া শেষ ক'রে পান চিবোতে চিবোতে ঘরে ফিরলাম একটু বিশ্রাম নিতে। কিন্তু একটা ফোন সে ইচ্ছেয় বাদ সাধল।  ঊর্ধ্বতনের তলব, অতএব ফিরে গেলাম কাজে যোগ দিতে। সন্ধ্যের দিকে চা-টিফিন খেয়ে অন্য একজনকে দায়িত্ব দিয়ে সদ্য আগত সহকর্মীকে সঙ্গ দানের জন্য চললাম কপিল মুনির আশ্রমের দিকে। রাস্তায়, আশপাশের মাঠে হাজার হাজার পুণ্যার্থী। অনেকের আশ্রয় পূর্ব নির্ধারিত, অধিকাংশই আশ্রয়ের জন্য যাত্রীনিবাস কিংবা সরকারী সৌজন্যে প্রস্তুত হোগলা পাতায় ছাওয়া অস্থায়ী ঘরে আশ্রয় পাবার জন্য হন্যে হয়ে ঘর খুঁজছে। আবার অনেকে এসবের তোয়াক্কা না ক'রে রাস্তার পাশে তাবু খাটিয়ে দিব্যি আশ্রয় তৈরি ক'রে নিয়েছে। দোকানে ব'সে চা খেয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দির চত্বর দেখলাম অনেকটাই জনশূন্য। চারদিকে বাঁশের ব্যারিকেট। মাঝে মাঝেই পুলিশি তৎপরতা। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া সাগর দ্বীপ। দুগ্ধপোষ্য শিশু, অশক্ত বৃদ্ধ-বৃদ্ধা কেউই বাদ যায়নি গঙ্গাসাগরের পুণ্যার্জন থেকে। আজও গিয়েছিলাম নাঙ্গা সন্ন্যাসিদের দর্শন পেতে। গতকাল দূর থেকে ছবি তুলেছিলাম। আজ ইচ্ছে হ'ল ক্লোজ-আপ নিতে। আমার কমদামী সাধারণ মোবাইলে দূর থেকে ভাল জুম করা সম্ভব নয় ব'লে কাছে গিয়ে দশ টাকার বিনিময়ে আশির্বাদ নিয়ে ছবি তুলতে হ'ল। মন্দিরের চারিদিকে বিচিত্র সাজের, বিচিত্র চেহারার সাধুদের দেখলাম ঘুরে ঘুরে। আগামী কাল থেকে আর এদিকে আসতে পারব কি না এই অনিশ্চয়তার কথা ভেবে ঘুরে নিলাম। সেখান থেকে ফিরতে রাত হ'ল। কনকনে ঠান্ডায় ফেরার সময় প্রায় শুনশান রাস্তার পাশে গড়ে ওঠা অস্থায়ী তাবুর ভেতর থেকে ভেসে আসছিল নিশ্চিন্ত নিদ্রার নাক ডাকার শব্দ, কোনোটা থেকে শিশুর অস্পষ্ট কান্নার আওয়াজ, কোথাও বা হাসি-ঠাট্টার শব্দ। অসুস্থের যন্ত্রণা কাতর শব্দও কানে এলো। পুণ্যার্জনের বিশ্বাস কতটা কঠিন হ'তে পারে, এদের না দেখলে তা বিশ্বাস করা যায় না। আজ হয়ত ঠিক আছে, কিন্তু স্বচ্ছ ভারত, নির্মল বাংলা দু'একদিন বাদে এসব যে কোথায় পৌছবে কে জানে।  সে যা হবার হবে। আপাতত নৈশভোজ জরুরি, না হ'লে খাবার ফুরিয়ে যাবার সমূহ সম্ভাবনা। তাই তাড়াতাড়ি পা চালিয়ে এসে নৈশাহার সম্পূর্ণ করলাম। রুটি আর ডিমের যুগলবন্দি, সঙ্গে কাচা পেয়াজের অনুষঙ্গ - বেশ জমে উঠেছিল। কিন্তু সে তৃপ্তি উপভোগ করার মধ্যেই সাড়ে দশটার মিটিং-এ হাজির থাকার নির্দেশ এল। চললাম সেখানে। মিনিট পনেরোর সংক্ষিপ্ত নির্দেশাবলী শুনে আগামী কাল থেকে সারাদিন কর্মব্যস্ত থাকার সাবধানবাণী পেয়ে ঘরের দিকে পা বাড়ালাম একটু ঘুমিয়ে নিতে। সেখানে শয়নস্থলের একটু রদবদল করার জন্য সময় ব্যয় হ'ল। চোখে তন্দ্রা, ডায়েরি লিখতেই হবে। তাই লেখা শেষ ক'রে ঘুমিয়ে পড়ব। সবাইকে তন্দ্রামাখা শুভরাত্রি।,

গঙ্গাসাগরের ডায়েরি: ১২ জানুয়ারি ২০১৮
তন্দ্রাচ্ছন্ন শুভরাত্রি জানিয়েছিলাম গতকাল।সেই তন্দ্রাচ্ছন্নতা যে কয়েক মুহুর্তেই গভীর নিদ্রায় পরিণত হবে তা ভাবতেই পারিনি। বাড়ি থেকে অফিসের কাজে বাইরে থাকলে সকাল সকাল ঘুম ভাঙানোর স্ত্রীকে দায়িত্ব দিয়ে দিই। স্ত্রীর ফোনেই ঘুম ভাঙে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজও সকালে কথামতো সাড়ে সাতটায় স্ত্রীর ফোন পেলাম। আমি কিন্তু তারও আগে ঘুম থেকে উঠে প্রাতকৃত্য,স্নান সেরে অফিসের পোষাকে প্রস্তুত হয়ে গেছি। তবুও স্ত্রীর ফোন পেয়ে তাকে ধন্যবাদ দিতে গিয়ে উলটে সেই আমাকে ধন্যবাদ জানালো এই কারনে যে আমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তোলা যে কি কঠিন ব্যাপার তা সে হাড়ে হাড়ে জানে। গঙ্গাসাগরের কাজে ঠিক সকাল ন'টায়  যোগ দেওয়ার কঠিন নির্দেশের ব্যত্যয় হওয়ার সুপ্ত আশঙ্কায় নিজের অজান্তেই ঘুম ভেঙে গিয়েছিল। আজ সবেমাত্র অষ্টম দিন। আরোও বাকি ৪-৫ দিন। এই দিন কাটানোর একঘেয়েমি যেমন আছে, তেমনি আছে আমার অভিজ্ঞতা অর্জনের তাগিদ। সাড়ে আটটা নাগাদ প্রাতরাশ খেয়ে সোজা ঢুকে গেলাম কর্মস্থলে। কাজটা কি তা এতদিন বলিনি। ব'লে রাখি এই কাজের অভিনবত্ব আছে, এবং এই অভিনবত্বের কারনেই এই প্রথম গঙ্গাসাগর মেলায় আমাদের ডাক। এই বিশাল মেলার সামগ্রিক নজরদারির জন্য 'তীর্থ সাথী' নামে একটি বিশেষ বৈদ্যুতিন ব্যবস্থা তৈরি করা হয়েছ্র যা  পৃথিবীর উন্নত দেশ গুলিতে বিপুল জনসমাবেশের সার্বিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা রক্ষার  কাজে যে ভাবে ব্যবহৃত হয় তার আদলে তৈরি। তার জন্য গড়া হয়েছে একটি বিশাল কেন্দ্র যাতে রয়েছে প্রায় শতাধিক কম্পিউটার যেখানে পাঁচ শতাধিক সিসি টিভি ক্যামেরা, ড্রোন ক্যামেরা এবং হিলিয়াম বেলুন ক্যামেরার মাধমে তোলা ছবি গুলি ধরা পড়বে মনিটারে যার মাধ্যমে ২৪ ঘন্টা চলবে নজরদারি এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম থেকে সরাসরি সেই অঞ্চলের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীকে নির্দেশ দিয়ে যুদ্ধকালীন ততপরতায়  পরিস্থিতির মোকাবেলা করা যায়। আমাদের কাজ সেই ফুটেজ দেখে নজরদারি এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া। সকাল ন'টা থেকে শুরু ক'রে রাত ন'টা - এই দীর্ঘ সময় কাটানো যে কি কঠিন কাজ তা আজ টের পেয়েছি। মাঝে শুধু দুপুরের খাওয়া বা টয়লেট ছাড়া বাইরে বেরোনোর কোন সুযোগই পাইনি। নতুন এই পরিকল্পনার সফল রুপায়নের চ্যালেঞ্জকে কেন্দ্র ক'রেই এবছর আমাদেরকে ডাকা হয়েছে। আজ আর কপিল মুনির আশ্রমের দিকে যাওয়ার সুযোগ হয়নি। তবে একটা জিনিস করেছি। যখনই সুযোগ পেয়েছি রাস্তার ধারে দাঁড়িয়ে অপলকে দেখেছি মানুষের মিছিল - শ'য়ে শ'য়ে হাজারে হাজারে। মেলা যদি আক্ষরিক অর্থে ই মিলন ক্ষেত্র হয়, তবে সত্যিই এটি মেলা। আজ সি সি টিভি ক্যামেরার ছবি থেকে দেখেছি মানুষের ঢল। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের স্যালুট জানাতে ইচ্ছে হয় তাদের পুণ্যস্নানের প্রতি বিশ্বাসের অকৃত্রিমতা দেখে। চারদিক আলোকময়। মাঝে মাঝে মনটা খারাপ হচ্ছে ঘন ঘন এম্বুলেন্সের আওয়াজ শুনে - জানিনা কোন হতভাগার এই দুর্দশা হ'ল। সরকারী ব্যবস্থাপনা যথেষ্ট ভাল। কেউ হারিয়ে গেলে সেখানেও আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য। দমকল, স্বাস্থ্য প্রভৃতি পরিষেবার জন্য কর্মীদের ততপরতা চোখে পড়ার মত।পুলিশ তো রয়েইছে, বিভিন্ন আপতকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী পরিষেবার সাথে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মীরা। এই মাঝরাতে যখন এই ডায়েরি লিখছি তখনও মানুষ প্রবেশ করছে গঙ্গাসাগরে। কারন রাস্তা থেকে ভেসে আসছে মানুষের সমবেত পদচারণার শব্দ। কখনও কখনও ভেসে আসছে কপিল মুনি কিংবা গঙ্গামায়ের জয়ধ্বনি। মাইকেও পুণ্যার্থীদের উদ্দেশ্যে  নানা রকম ঘোষণা চলছে। আজ খুব একটা বাইরে বেরোবার সুযোগ হয়নি
 ব'লে উপাদানের অপ্রতুলতা। আগামী কাল কতটা পারব জানিনা। তবে লেখার চেষ্টা করব। সকালে ঘুম ভাঙার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়াটা জরুরী। অতএব টা টা।

গঙ্গাসাগরের ডায়েরি: ১৩ জানুয়ারি  ২০১৮:
আজ সকালেও ঘুম ভেঙেছে তাড়াতাড়ি। আজকেই সবচেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থীর প্রবেশ ঘটার কথা গঙ্গাসাগরে। সুতরাং যে কাজের উদ্দেশ্যে আমাদের এখানে আনা, সেই কাজের গুরুত্ব আজই সবচে বেশি। পঞ্জিকা মতে কাল ভোরেই মকর সংক্রান্তির স্নান।  অতএব এখানে ভিড় উপচে পড়বে আজ। সেই ভিড়ের নজরদারি করা এবং ভিড় নিয়ন্ত্রণে এবং দুর্ঘটনা এড়াতে আমাদের ভূমিকা যথেষ্ট দায়িত্বপূর্ণ।  ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি - কিন্তু বিপদের গন্ধ পেলাম শৌচাগারে গিয়ে।বেগ আবেগে পরিণত হ'ল যখন দেখলাম বাথরুমে (শৌচাগার আর শৌচ নেই) জল নেই। আমার তখন করুন অবস্থা। কিংকর্তব্যবিমূঢ়তার মধ্যে এখানে সেখানে ছুটে বেড়িয়ে অস্বস্তি নিবারনের একটা উপায় পেয়ে যেন স্বর্গ-সুখ পেলাম। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার - প্রচলিত এই প্রবাদের সত্যতা যে একশ শতাংশ সত্য - গঙ্গাসাগরে এসে থাকা খাওয়ার এমন করুন অবস্থা দেখে তা মনে হ'তেই পারে। কিছুক্ষণ  বাদে জল এলে স্নান সেরে একশ শতাংশ নিশ্চিত হ'লাম। এক সহকর্মীকে সঙ্গ দিতে আজ কপিল মুনির আশ্রমে গিয়ে আজ আবার পূজো দিয়েছি। কিন্তু সময়াভাবে গঙ্গাজল (সমুদ্রের জল বলাই যুক্তিযুক্ত) নেওয়া হয়নি।  কিন্তু বাড়ি থেকে করা এই অনুরোধ না রাখলে সমূহ বিপদ। তাই ভাবছি কাল সক্কালে কাজটা সাড়তে হবেই।মন্দিরে গিয়ে দেখলাম পূজো দেওয়ার  জন্য বিশাল লাইন বাঁশের ব্যারিকেটের মধ্যে  দিয়ে সর্পিল গতিতে এগিয়ে চলেছে। সে সব ভাবনা আপাতত সুপ্ত রেখে অত:পর কাজে যোগ।  বিরাট একটা কক্ষে প্রায় শতাধিক বিরাটাকায় মনিটরে চলছে বাবুঘাট থেকে সাগর মেলা পর‍্যন্ত বিভিন্ন জায়গায় পুণ্যার্থীদের আসা- যাওয়ার জীবন্ত দৃশ্য।  তার ওপর আমাদের পলকহীন তীক্ষ্ণ নজর। কোথাও স্যমান্যতম অস্বাভাবিকতা নজরে এলেই তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ পাঠানো - এই ছিল কাজের সারমর্ম।  তা ছাড়া বিস্তৃত অঞ্চলের নজরদারির জন্য রয়েছে ড্রোন ক্যামেরা। সকাল ন'টা থেকে রাত নটা পর‍্যন্ত দীর্ঘ ১২ ঘন্টার একটানা নজরদারি অত্যন্ত কষ্টকর। কিন্তু নিরুপায়। কন্ট্রোল রুমে জল,চা-এর ঢালাও ব্যবস্থা।সুরক্ষিত এই ঘরে সারাদিনই চলেছে মন্ত্রী,আমলা, প্রিন্ট ও বৈদ্যুতিন মাধ্যমের লোকেদের ঘন ঘন আনাগোনা। ছবি উঠেছে সারাদিন।ছবি তোলাতে আমার বড্ড আপত্তি। তা সত্ত্বেও মন্ত্রী আমলাদের পাশে অনেক ছবি উঠে গেছে। বাড়ি থেকে জানাল কোন একটা টিভি চ্যানেলে আমাকে দেখা যাচ্ছে।  এমনকি গতকালের একটি সংবাদপত্রে আমার ছবি ছাপা হয়েছে। রাতের জন্য সহকর্মীকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ঘরে এলাম সাড়ে ন'টায়। বাথরুমে জল আছে শুনে ক্লান্তির মাত্রা অনেকটা কমে গেল। । রাতের খাওয়া সম্পূর্ণ  ক'রে শুতে এলাম। এখনও কানে ভেসে আসছে পুণ্যার্থী  আগমনের শব্দ।  মাইকে ঘোষিত হচ্ছে নান রকম ঘোষনা। কাল আবার কর্তব্যপালন। অতএব শুতে যায়।  ঘুম পাচ্ছে। শুভ রাত্রি।

গঙ্গাসাগরের ডায়েরি: ১৪ জানুয়ারি, ২০১৮
গতকাল সারারাত ধ'রে তীর্থযাত্রীদের প্রবেশ ঘটেছে গঙ্গাসাগরে।  শুনেছি প্রায় ১৮ লাখ পুণ্যার্থীর  প্রবেশ ঘটেছে এবারের মেলায়। তবে হিসাবটা যে অযৌক্তিক নয় তার কারন সিসি টিভি ক্যামেরায় আমরা সর্বক্ষণ দেখতে পাচ্ছি। কি অসম্ভব কষ্ট সহিষ্ণুতা এদের। চোখের সামনে দেখতে পাচ্ছি কোলে দুগ্ধপোষ্য শিশু আর বড়সড় একটা বস্তা নিয়ে কোন মহিলা চলেছে হাজার হাজার মানুষের ভিড় ঠেলে। উদ্দেশ্য হয়ত সেই শিশুর জন্য মানত পূরণ করা। মূলত: পুণ্যার্জনের উদ্দেশেই মানুষ এখানে আসে বয়স, শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য, যাত্রাপথের দুর্গমতা সব কিছুকে তুচ্ছজ্ঞান ক'রে।  আরাম ক'রে চেয়ারে হেলান দিয়ে যখন দেখছিলাম নদীতে ভাটা থাকায় ভেসেল চলাচল বন্ধ ব'লে কি অসম্ভব ধৈর্য নিয়ে, প্রচন্ড ঠান্ডার মধ্যে দমবন্ধ করা ভিড়ে ঘণ্টার পর ঘন্টা ঠাই দাঁড়িয়ে আছে ভেসেল আসার অপেক্ষায়। কি পুণ্য লাভ হবে সে প্রশ্নের চেয়েও সামান্য বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষ যে এতটা একাগ্র, নি:স্বার্থ কিভাবে হ'তে পারে সেই  প্রশ্নটি আমার মধ্যে আলোড়ন সৃষ্ট করেছে সারাদিন। কারন প্রযুক্তির কল্যাণে এদের কঠিন কৃচ্ছ্রসাধন আমি স্বচক্ষে দেখার সুযোগ  পেয়েছি। মকর সংক্রান্তির স্নানের পুংখানুপুংখু চিত্র সরাসরি দেখা গেছে ড্রোন ক্যামেরায়। কিসের এত টান?  আমরা ঈশ্বরকে স্মরণ করি নিজের কল্যাণের স্বার্থে। চাহিদার সাথে প্রাপ্তির অমিল ঘটলেই আমরা ঈশ্বরকে দোষ দিই। অথচ এদেরকে দেখলে মনে হয় একটা ব্যাপারে এদের থেকে আমাদের মানসিকতার বিস্তর ফারাক। অনুকূলতা বা প্রতিকূলতা কোনোটিই এদের বিশ্বাসকে টলাতে পারে না। শুরু করেছিলাম সকাল দিয়ে। মাঝপথে তীর্থযাত্রীদের সম্বন্ধে অনেক কথা বলা হয়ে গেল। সকালেই ফিরে যাই। ঘুম থেকে উঠেই বিপদের মধ্য দিনে দিন শুরু হয়েছিল আজ। বিপদ মানে মারাত্মক বিপদ। প্রাতঃক্রিয়া করতে যাব, এমন সময় একজন জানাল শৌচাগারে জল নেই। ভয়ংকর এই দু:সংবাদটি শোনামাত্র পাশের অফিসের নিচতলার শোচালয়ের দিকে ছুটলাম কিন্তু তা তালাবন্ধ দেখে  মানসিক অবস্থাটা কি হ'তে পারে তা সহজেই অনুমেয়। বিষন্ন হয়ে ফিরে এসে শুনি সবেমাত্র জল এসেছে।আশ্বস্ত হলাম। হাতে স্বর্গ  পাওয়ার মত কালবিলম্ব না করে প্রায় ছুটে গিয়ে দরজা বন্ধ করলাম। স্নান পরে করার সিদ্ধান্ত নিলাম। পোষাক পাল্টে চললাম ডিউটিতে। ভোরবেলা এক সহকর্মী মকর সংক্রান্তির স্নান করতে যাবে ব'লে তাকে দায়িত্ব দিয়েছিলাম গঙ্গা জল আনার, এনেও দিল। এই জলের মূল্য মারাত্মক, কারন বাড়ি থেকে মোবাইল ফোন মারফত প্রেরিত আদেশে এই জল নিতে বলা হয়েছিল। ভুলে গেলে 'মারাত্মক' পরিস্থিতি হবে এই কথা চিন্তা ক'রে এক ড্রাম 'পবিত্র' জলের ব্যবস্থা করেছি। প্রাতরাশ খেয়ে সকাল ন'টা থেকে রাত ন'টা টানা বারো ঘন্টা চলল সিসি টিভি ক্যামেরায় নজরদারি।  টানা কথাটা আসলে ঠিক বলিনি কারন কাজের ফাঁকে 'বাথরুমে জল এসেছে' এই সুসংবাদটি পাওয়া মাত্র স্নান ক'রে এসেছি। মধ্যাহ্নভোজের জন্যও লাইন দিতে হয়নি। মেলার সবচে' গুরুত্বপূর্ণ 'মেগা কন্ট্রোল রুম'-এর কর্মী হবার সুবাদে লাইন দেওয়া থেকে মুক্তি পেয়েছি, বরং বলা চলে লাইন না দিয়ে লাইন ক'রে কার্যোদ্ধার করেছি। পুণ্যার্থীদের নির্বিঘ্ন প্রত্যাবর্তনের জন্য সারাদিন কাজ করেছি। বিকেলের টিফিনের অভিনবত্ব অবাক করার মত। কয়েক টুকরো আলুভাজা সহযোগে মুড়ি এবং সঙ্গে পুলি পিঠে। বিকেলের এমন জলখাবার কোনোদিন দেখিনি। তবে বিদেশ বিভুই-এ এসে শিতকালের পিঠে প্রথম খাওয়ানোর জন্য কর্তৃপক্ষ ধন্যবাদার্হ। ডিউটি সেরে আজ কয়েকজনে মিলে গিয়েছিলাম 'খেলা ভাঙার খেলা' অর্থাত ভাঙা মেলা দেখতে। বিশাল মেলা চত্বরে একটু আগেই ছিল ১৮ লাখ পুণ্যার্থীর পদচারণা অথচ বিশাল মেলা প্রাঙ্গন ঘুরলাম প্রায় বিনা বাধায়। আজকেও প্রচুর পুণ্যার্থী প্রবেশ করেছে। কারন আগামী কালও স্নান- যোগ আছে। তবে তা আজকের মতো এত বিশাল সংখ্যায় নয়। স্বভাবতই আগামী কালের কাজে দায়িত্ব অনেক হালকা, অন্তত: তা আশা করা যেতে পারে। এখন অনেক রাত। সন্ধ্যের তুলনায় ঠান্ডা কম। বাইরে অনেক কর্মী অতন্দ্র কাজে ব্যস্ত। মাইকে ভেসে আসছে মেলায় এসে হারিয়ে যাওয়া বা উদ্ধার হওয়া তীর্থ যাত্রীদের জন্য ঘন ঘন ঘোষণা, মাঝে মাঝেই ভেসে আসছে দ্রুত ছুটে চলা এম্বুলেন্সের আওয়াজ। মেলায় ঘুরতে গিয়ে মেলা প্রাঙ্গনে গড়ে ওঠা 'লস্ট  অ্যান্ড ফাউন্ড' সেন্টারে দেখলাম ছোট্ট একটি ছেলে উদ্ধার হয়েছে, সে তার বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছেলেটার কান্না দেখে কষ্ট হ'ল খুব। দশটা নাগাদ ঘরে ফিরে আবার নৈশাহার করতে গেলাম। 'ফ্রায়েড রাইস কাকে বলে ভুলে গেছি' এমনটি ভেবে নিয়ে ফ্রায়েড রাইস খেলাম প্রায় আনুবিক্ষনিক পরিমাণ ফুলকপির তরকারি সহযোগে। তারপর সোজা বিছানা। কাল আবার লেখার চেষ্টা করবো। শুভরাত্রি।

গঙ্গাসাগরের ডায়েরি: ১৫ জানুয়ারি, ২০১৮
গতকাল প্রায় সারারাত ঘুম হয়নি। প্রথমত, যে ঘরে শোয়ার ব্যবস্থা সেই ঘরে ফুটোফাটা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল। সেটা অবশ্য কাটানো গিয়েছিল কারন পাশেই স্তুপাকারে সাজানো ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের অজস্র কম্বল,বালিশ। যথেচ্ছ সংখ্যায় সেগুলো ব্যবহার ক'রে নিজেরাই নিজেদের বিপর্যয় মোকাবিলা করেছিলাম। ঘুম না আসার দ্বিতীয় কারনটাই মূল কারন। কাছাকাছি গ'ড়ে ওঠা কোন এক 'লস্ট অ্যান্ড ফাউন্ড' কেন্দ্র থেকে হারিয়ে যাওয়া বা উদ্ধার হওয়া মানুষদের স্বকন্ঠে সঙ্গী প্রিয়জনদের উদ্দেশ্যে আর্ত আকুতি। মেলায় এসে কতজন যে সঙ্গী থেকে বিচ্ছিন্ন হয়ে বিপন্ন হয় তার ইয়ত্তা নেই। ঘুমিয়ে ছিলাম, তবে সামান্যই। বাড়ি থেকে আসা ফোন বেজে গেছে সকালে, গভীর ঘুমে মগ্ন থাকায় শুনতে পাইনি। দেরি ক'রে উঠলেও উপযুক্ত সময়েই উঠেছি এবং স্নানঘরে আজ জলের অসুবিধা না থাকায় বেশ ভাল ক'রে স্নান করেছি সময় নিয়ে। পুণ্যার্থী গতকালও এসেছে। আজকে ভোরেও নাকি পুণ্যস্নানের যোগ ছিল। তাই সংখ্যায় কম হলেও এসেছিল বেশ কিছু। ঠিক সকাল ন'টায় কন্ট্রোল রুমে ঢুকে প্রায় পলকহীন দৃষ্টিতে পর্যবেক্ষন করতে হয়েছে আমার নির্দিষ্ট অঞ্চলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ এবং প্রয়োজনে ভিড় সামলানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে হয়েছে। সারাদিন কেটেছে উদ্বেগে আর  উতকণ্ঠায়। আজ সকালে ইচ্ছে হ'ল না প্রাতরাশ খেতে। শরীরটা ভালো লাগছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঘরে ফেরার মিছিল লম্বা হ'তে শুরু করল। এত উদ্বেগের মধ্যেও অন্য রকমের উপভোগ্যতাও ছিল। বি এস এন এল-এর এক ভদ্রলোক এলেন কন্ট্রোল রুমে। পূর্ব পরিচিত অনেককেই দেখলাম তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে। ভদ্রলোকের সাদা দাড়ি ভরতি মুখের দিকে তাকালে মনে হবে স্বয়ং রবীন্দ্রনাথ। অবাকই হলাম রবীন্দ্রনাথের মুখের সঙ্গে তার মুখের প্রায় নিখুঁত মিল দেখে। একটু পাশ থেকে ছবি তুললাম - মনে হ'ল স্বয়ং রবীন্দ্রনাথ। সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে দিলাম ফেসবুকে আর ছবির নামকরণ করলাম "গঙ্গাসাগরে রবীন্দ্রমাথের সাথে  'হঠাত দেখা'"। আজ আমার ফেসবুক পোস্টটি যারা দেখেছে তাদের কাছেও আশা করি ব্যাপারটা বিষ্ময়কর মনে হবে। ইতিমধ্যে এই ঘরে বহু উচ্চ পদস্থ আই এ এস আই পি এস আধিকারিক, এম,এল,এ, মন্ত্রী অনেকেরই প্রবেশ ঘটেছে।মানুষের ভিড় নিয়ন্ত্রণে অভাবনীয় এই  প্রযুক্তি দেখাটাই মূল উদ্দেশ্য। প্রিন্ট এবং বৈদ্যুতিন মাধ্যমের প্রতিনিধিদের ঘন ঘন চিত্র গ্রহণ চলেছে। এমনকি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারও হয়েছে। বাড়ি থেকে ফোন এসেছে মাঝে মাঝে যখন তারা বাড়িতে ব'সেই টেলিভিশনে আমার ছবি দেখে আনন্দে আত্মহারা। ক্যামেরার সামনে থাকাতে আমার বড্ড অনীহা। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। 'বর্তমান', 'আজকাল', 'এই সময়' কাগজে পরদিন দেখি মন্ত্রী আমলাদের ছবির সাথে আমার ছবিটাও স্পষ্ট ছাপা হয়েছে, যদিও এতে আমার বিড়ম্বনাই বেড়েছে। বিকেলে এক সহকর্মীর জন্মদিনের কেক কাটা হ'ল কন্ট্রোল রুমের মধ্যেই। ততক্ষণে ভিড় কমতে শুরু করেছে, পুণ্যার্থীদের একটা বড় অংশ ইতিমধ্যে নদী পার হয়ে গেছে ফিরতি ট্রেন ধরার উদ্দেশ্যে। এরপর হাতে এল টিফিন, একটা ভেজিটেবিল চপ ও ছোট্ট একটা সন্দেশ সহযোগে মুড়ি। সামান্য একটু খেয়ে বাদবাকিটা দিলাম বর্জ ফেলার পাত্রে। ঠিক ন'টায় রাতের ডিউটি শেষ ক'রে কয়েকজন মিলে চললাম মেলা প্রাঙ্গন পরিদর্শন করতে। বিশাল মেলা চত্বরে কিছুক্ষণ আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তিল ধারনের জায়গা ছিল না, সেখানে এখন হাতে গোনা গুটিকতক দোকানদার পসরা সাজিয়ে ব'সে আছে। আমি রথ দেখতে এসে কলা বেচতে আসিনি, বরং উল্টোটা অর্থাৎ কলা বেচতে এসে রথ দেখে ফেললাম। তীর্থ স্থানে যখন এসেই পড়েছি তখন আমার পুণ্যের অংশিদারদের কথাও ভাবা প্রয়োজন। যদিও 'পতির পুণ্যে সতীর পুণ্য' দিয়েও কাজ চালিয়ে নেওয়া যেত,তবুও স্মৃতি রক্ষার তাগিদে কিনে ফেললাম কপিল মুনির বেশ কয়েকটা বাঁধানো ছবি। এতে পুণ্যের ভাগীদার বাড়বে। জানিনা পুণ্য বিদ্যার মত কি না - 'যতই করিবে দান তত বৃদ্ধি হয়'। একটা রুদ্রাক্ষের মালাও কিনেছি। মেলা থেকে ঘরে ফিরে, হাত-মুখ ধুয়ে, পোষাক পাল্টে  আবার বেরোলাম নৈশাহার করতে। ফিরে এসে দ্রুত শুয়ে পড়লাম বটে কিন্তু ডাইরি লেখা শেষ না ক'রে শুই কি ক'রে ?  অনেক লেখার ছিল। কাল হয়ত কাজের চাপ প্রায় শূন্য হয়ে যাবে তখন লিখে ফেলব ভুলে যাওয়া অংশ সহ আগামী কালের ডাইরি। আজ বাধ্য হয়েই অনেক কিছু বাদ দিতে হ'ল। শুভরাত্রি।

গঙ্গাসাগরের ডায়েরি: ১৬ জানুয়ারি, ২০১৮
সকালে যে প্রাতরাশের কুপনটি পাই সেটি অধিকাংশ দিনই যাকে দিয়ে দিই, আজ ঘুম থেকে দেরি করে উঠেছি ব'লে স্নানের আগেই দ্রুত গিয়ে তাকে সেই কুপনটি দিয়ে তবেই স্বস্তি পেলাম। যে দোকান থেকে আমরা মাঝে মাঝে চা খাই সেই দোকানদার বৃদ্ধা ভদ্রমহিলার একমাত্র নাতি প্রতিদিন আমার কুপনের অপেক্ষায় থাকে, তার জন্যই এই তাড়াহুড়ো।  দোকানদার ভদ্রমহিলা, কেন জানিনা, আমার ব্যবহারে খুব খুশি। আজ বা কাল আমরা বাড়ি ফিরব শুনে আজ তিনি কেঁদেই ফেললেন প্রায়। কেউ কেউ থাকে যাদের সাময়িক সান্নিধ্যও স্মরনীয় হয়ে থাকে। শান্ত, মৃদুভাষী ঐ ভদ্রমহিলা আমাদের কাছ থেকে অযথা জিনিসের দাম বেশি নিতেন না, এমনকি তার ছেলে দাম বেশি চাইলে তিনি ছুটে এসে ঠিক দাম নিতেন। ফেরার আগে ভেবেছিলাম দেখা ক'রে আসি, ইচ্ছে হ'ল না। আর সেই আশিতীপর পান বিক্রেতাকে কিছু আর্থিক সাহায্য করার কথা ভেবেছিলাম তাকে আজ দিয়ে এসেছি একশ টাকা। প্রথমে নিতে অস্বীকারই করেছিল। বলেছি,"আপনার জন্য নয়, আপনার নাতি-নাতনির জন্য মেলা থেকে কিছু কিনে নিয়ে যাবেন। " বাড়ি ফেরার দিন নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। সিসি টিভি নজরদারির গুরুত্ব অনেকাংশেই কমেছে আজ। কারন অধিকাংশ তীর্থযাত্রীই ফিরে গেছে। কিন্তু মাননীয় জেলা শাসকের সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত বাড়ি ফেরা যাচ্ছে না। শেষ পর্যন্ত বন্ধু অভিজিতের কথাটাই ঠিক হ'ল। সত্যি সত্যিই আজ হোম সিকনেস-এ ভুগেছি। কিচ্ছু ভালো লাগছে না। কাজের চাপ নেই ব'লে মানসিক চাপ বাড়ছে। তবুও সহকর্মীদের অবস্থানে নিজেকে রেখে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেছি। আজ সকালেও স্নান করতে অসুবিধা হয়নি। জলের অভাব ছিল না। আজ দুপুরে গঙ্গাসাগরের কাজ শেষ হলে বাড়ি ফেরার সম্ভাবনা থাকতেও পারে এরকম আশায় ব্যাগপত্র গুছিয়ে রেখে কাজে যোগ দিয়েছিলাম। সকালের প্রাতরাশের জন্য কুপন লাগেনি আমার। তাই কুপনটা সেই পানওয়ালাকে দিয়ে দিয়েছিলাম। ন'টা বাজতে কয়েক মিনিট বাকি থাকায় একটু রাস্তায় বেরিয়েছিলাম চারদিকটা দেখতে। তখনও দেখলাম বেশ কিছু তীর্থযাত্রী মেলার দিকে চলেছে। স্থানীয় এক দোকানদারের কাছ থেকে জানা গেল আরোও তিন-চারদিন এই মেলা চলবে, তাতে স্থানীয় লোকজন সহ সামান্য কিছু বাইরের লোকের ভিড় হয়।  রাস্তার পাশের মাঠগুলো সারি সারি হোগলার ছাউনিতে পূর্ণ। ড্য্রোন ক্যামেরার তোলা ছবিতে অসম্ভব সুন্দর দেখায় এগুলো। মেলা পুরোদমে শুরু হওয়ার পর থেকেই অস্থায়ী শৌচাগারগুলি থেকে আসা মনুষ্যবরের গন্ধে রাস্তার আশপাশ মাতোয়ারা।তবে আসার আগে যা শুনেছিলাম অতটা কিন্তু পাইনি। দুপুরের খাবার খেতেও ভালো লাগছিল না। কিন্তু খালি পেটে থাকলে সমস্যা হ'তে পারে এই ভয়ে একটু ভাত খেলাম তবে সামান্য পরিমানে। একদিন মুরগীর মাংস না খাওয়ার চেষ্টা করেছি। দুপুর বেলায় বাড়ি ফেরার নিশ্চয়তা পাওয়া গেল না। হতাশ হলাম। কাজ নেই ব'লে দুশ্চিন্তা পেয়ে বসল। তারপর 'আগামীকালও ছুটি পাওয়ার নিশ্চয়তা নেই' এমন খবর মনকে আরোও বিষন্ন ক'রে তুলল। মানসিক বিষন্নতা শরীরেও প্রভাব বিস্তার করতে শুরু করল ক্রমশ। এই ক'দিনের সমস্ত ক্লান্তি ভর করল শরীরে। চুপচাপ অতি সাবধানে সদা সতর্ক  হয়ে, চোখ দুটো বব্ধ করার চেষ্টা করলাম। সতর্ক  থাকার কারন যে কোন মুহুর্তে  জেলা শাসকের প্রবেশ ঘটতে পারে। কানাঘুষো শুনলাম আমাদের ছাড়া পেতে পেতে ১৯ তারিখও হয়ে যেতে পারে। হতাশা ক্রমশ নিরাশায় পরিণত হ'তে শুরু করল। সন্ধ্যের কিছু পরে "ক্যাম্প ফায়ার" শুরু হ'ল জেলা শাসকের উপস্থিতিতে। খবর পাইনি, কিন্তু পাশের জায়েন্ট স্ক্রিনে যখন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখলাম তখন দেখতে চ'লে গেলা। ক'দিন ধরেই গঙ্গাসাগরে আযানের শব্দ শুনতে প্সচ্ছি। তার মানে এখানে মুসলমানের সংখ্যা কম নয়। কপিল মুনির গল্প সবাই জানেন। সাংখ্যতত্ত্বের আদি প্রবক্তা কপিলমুনি সাগরদ্বীপে আশ্রম নির্মাণ করেন। এই কপিল মুনির ক্রোধাগ্নিতে একদা সগর রাজার ষাট হাজার পুত্র ভষ্মিভুত হয়। সগর পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসেন এবং ভষ্মাবশেষ ধুয়ে ফেলে পুত্রদের আত্মার মুক্তি দেন। গঙ্গাসাগরের ধবলঘাট, মন্দিরতলা, হরিনবাড়ি, মহিষমারি প্রভৃতি অঞ্চলের ভূগর্ভ থেকে প্রাক মুসলমান যুগের নিদর্শন পাওয়া গেছে ব'লে জানা যায় । তার মানে শুধু তীর্থ ক্ষেত্র হিসেবে নয়, ইতিহাস প্রসিদ্ধ স্থান হিসাবেও সাগরদ্বীপের গুরুত্ব আছে। সাড়ে নটা নাগাদ হতাশ মনে ঘরে ফিরে একটু ফ্রেস হয়ে বেরোলাম নৈশাহার করতে। আজ ছিল দীর্ঘ লাইন। খাবারের বৈচিত্র আজ চোখে পড়ল, হয়ত শেষ দিন বলেই। রুটি আর খাসির মাংস। লোভনীয় খাবার - কিন্তু বাড়ি ফেরার অনিশ্চয়তার কারনে মন খারাপ ব'লে খাবারে আকর্ষণ পেলাম না। শুয়ে শুয়ে ডাইরি লিখছি এমন সময় পাভেলের ফোন মানসিক অবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে দিল। কাল সকাল সাতটার মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। চটপট ব্যাগ গুছিয়ে আবার লিখতে বসেছি। হয়ত ঘুম হবে না। আশা করি গঙ্গাসাগরকে এবছরের মত বিদায় জানাতে পারলাম। দু:খ হচ্ছে 'গঙ্গাসাগরের ডায়েরি' বন্ধ করতে হবে ব'লে। সুযোগ পেলে আবার হবে - হয়ত অন্য কোথাও।

রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

তোমাকে আমি সঠিক চিনেছি

তোমাকে আমি সঠিক চিনেছি

বলেছিলে তুমি,"আমি আসছি অবশ্যই"।
পথ চেয়ে চেয়ে দিন গেল তবু এলে কই?
এখন বলছ "হবে না আমার আসা"।
তাই বাড়ছে ল্রমশ সাক্ষাতের প্রত্যাশা।
তোমাকে আমি সঠিক চিনেছি নিশ্চয়।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?