সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

সর্বনাশ

আমরা দেখছি সর্বনাশঃ অ.না.ক. ১০/০৯/'১৮

একটা দুটো ব্রিজ ভাঙলেই
আমরা দেখছি সর্বনাশ,
অথচ প্রতিদিনই মাথার ওপর
পড়ছে ভেঙে আকাশ।

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

হৃদয়ের কোমলতা



হৃদয়ের কোমলতা

যখন আমার হৃদয়ের কোমলতা
মানসিক প্রখরতাকে ভেদ করে
তখন আমি পৌঁছে যায় আত্মার শান্তির কাছাকাছি।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?