শিশু দিবসের ভাবনাঃ অ.না.ক. ১৪/১১/২০১৫
যদি এমন হ’ত -
একদিনে বন্ধ হয়ে গেল হাজার কারখানা
হাজার হাজার ইটভাঁটা,
হোটেল কিংবা
চায়ের দোকান ।
রাজনীতি উত্তাল,
চারিদিকে বনধ আর হরতাল ।
প্রশাসন বেসামাল
ছাঁটাই শ্রমিকের উদ্দাম মিছিল
মালিকের মুখে কুলুপ ।
তারপর দেখা গেল -
স্কুলে স্কুলে ছাত্রের লম্বা লাইন
শিক্ষা দপ্তরের রাতের ঘুম উধাও
ছাত্র সংখ্যা বেড়ে দ্বিগুণ
মিড-ডে-মিলে টান ।
এমন দিনের বাস্তবায়ন
আমরা দেখব কবে ?