বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫
আমি আসলে আমি নই
আমি আসলে আমি নইঃ অ.না.ক. ১৩/০১/২০1৫
আমি আসলে আমি নই,
আমার নিজের প্রতিচ্ছবি ।
যখন নিজের দিকে চায়,
তোমার কষ্ট দেখতে পাই ।
আমি আসলে আমি নই,
আমার নিজের প্রতিচ্ছবি ।
যখন নিজের দিকে চায়,
কোনটা আমি ধন্দে পড়ে যায় ।
আমি আসলে আমি নই,
আমার নিজের প্রতিচ্ছবি ।
যখন নিজের দিকে চায়,
তোমার যন্ত্রণা খুঁজে পাই ।
‘আমি’ নিজেকে পারিনা ঠকাতে,
নিজেকে বলতে পারিনা মিথ্যা,
কারন আমি আমি নই তো,
আমার প্রতিবিম্বে প্রতিফলিত ।
আমার মধ্যে সন্ধান মেলে
একমাত্র তোমার উপস্থিতি ।
যখনই সেদিকে তাকায়
দৃষ্টি ফেরানো হয়ে ওঠে দায় ।
আমি একটুও লজ্জা পাই না,
কখনো যায় না পালিয়ে,
বিবর্ণ হয় না আমার মন,
কারন তুমি আমারই প্রতিফলন ।
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
স্বাগত নতুন বছর 2015 সকলকে আগামী দিনগুলোতে ভালো থাকার ও ভালো রাখার শুভেচ্ছা
স্বাগত নতুন বছর ।
হারাল পুরনো দিনগুলো
আরও একটু হ’ল স্থূল
ইতিহাস বই ।
সময়ের দর্পণে দৃষ্ট প্রতিবিম্বে
সভ্যতার কুঞ্চিত মুখচ্ছবি,
বয়সের ভারে, নাকি বিতৃষ্ণায় !
বোঝা দায় ।
অ.না.ক. ০১/০১/২০১৫
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
অস্তিত্বহীন তুমি হবেই তালিবান
কত শত মানুষের প্রাণ
সহাস্যে নিয়েছ তালিবান ।
কত নারির, কত শিশুর
কত ঈশ্বর, কত যীশুর
মুণ্ডু নিয়ে করেছ খেলা,
এখনো খেলছ দু’বেলা ।
কবরের পাশে আরও অনেক কবর
সহাস্যে খুঁড়তে ব্যস্ত আমরা দুপ্রহর ।
নিঃশেষিত সন্ত্রাসের লাশ
শান্তির পাশে করবে বসবাস ।
ছেড়ে অসীম শান্তির বাসস্থান
অস্তিত্বহীন তুমি হবেই তালিবান ।
- অ,না,ক, ২০/১২/২০১৪
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।