মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের ক্ষোভ

উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের ক্ষোভের কারন আদৌ অযৌক্তিক নয়। মাধ্যমিকে এবারে পাশের হার একশ শতাংশ। উচ্চ মাধ্যমিকে পাশের হার প্রায় ৯৮ শতাংশ। উভয় ক্ষেত্রেই কোন পরীক্ষা নেওয়া হয়নি। হ্যাঁ, মানলাম, দুই পরীক্ষার ক্ষেত্রে মূল্যায়নের মাপকাঠি ভিন্ন। কিন্তু পাশের হারের এই বৈষম্য কেন? মূল্যায়নের মাপকাঠির বিচারে উচ্চ মাধ্যমিকে পাশের হার মাধ্যমিকের তুলনায় কম হওয়াটাই স্বাভাবিক। সেখানে ফেল করল মাত্র দুই শতাংশ প্রায়। তাহলে মূল্যায়নের মাপকাঠির নিরিখে মাধ্যমিকে কি ফেল করার মত কেউ ছিল না? উচ্চ মাধ্যমিকের মাত্র দুই শতাংশ ছাত্র-ছাত্রীই হয়ে গেল বঞ্চনার শিকার। আর সেই কারনেই এই দুই শতাংশের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমার মনে হয় এই ক্ষোভের আগুন মোটেই ছড়াত না যদি উচ্চ মাধ্যমিকের সবাইকে মাধ্যমিকের মতই পাশ করিয়ে দেওয়া হ'ত অথবা উচ্চ মাধ্যমিকে পাশের হার প্রায় একশ শতাংশ না হয়ে আরোও অনেকটা কম হ'ত । অমরনাথ কর্মকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?