অঙ্কের গুরু - অ.না.ক. ০৯/০৮/২০২০
কে সি নাগ
অঙ্কের বাঘ
ভয়টা কিন্তু রয়ে গেছেই
মানুষটা আর বেঁচে নেই।
এরপর গণিতের ভীতি রোধে
হাজির হলেন সৌরেন্দ্র নাথ দে।
তিনিও আজ হলেন গত
রেখে গেলেন সমস্যা শত।
জীবনের কঠিন সমীকরণ
সমাধানে করছি জীবনপণ,
সে শিক্ষার প্রতি আন্তরিক অনুরাগ
শিখিয়েছিলেন সৌরেন দে, কেসি নাগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন