সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

ভাল-মন্দের মাপ

,ভাল-মন্দের মাপঃ অ. না.ক. 21/01/2020

কারো কাছে শীত ভালো
কেউ কেউ বলে গ্রীষ্ম,
কেউ বলে ধনী সুখী
কেউ বা বলে নিঃস্ব।
ভালো মন্দের তফাত জানতে
পেতে হবে দুয়েরই স্বাদ
একটা দিয়ে হয়না বিচার
অন্যটাকে যদি দিই বাদ।
যতই আমরা চেঁচিয়ে মরি
'এইটা ভালো ওইটা খারাপ'
তবু সবই থাকে স্বমহিমায়
বৃথাই নিই ভালো- মন্দের মাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?