সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

অনু গল্প: ছোট্ট ইচ্ছে

ছোট্ট ছেলেটা আমার কাছে এরোপ্লেনের বায়না ধরেছিল। কিনে দেব কথা দিয়েছিলাম। কিন্তু সময়াভাবে কিনে দিতে পারিনি। একদিন তার ফ্ল্যাটে গিয়ে দেখলাম তার বাবা ইতিমধ্যে মস্ত একটা প্লেন কিনে দিয়েছে। তবুও তাকে জিজ্ঞেস করলাম,"কি রে আমার কাছ থেকে প্লেন নিবি না  ? " সে বলল,"না। বাবা এত্ত বড় একটা উড়োজাহাজ কিনে দিয়েছে।" প্রশ্ন করলাম,"আমার কাছ থেকে তাহলে কি নিবি ?" জবাব এল,"প্লেন পেয়েছি, তুমি বরং আমাকে আকাশ কিনে দাও"। একটা শিশুর সামান্য ইচ্ছেটুকু পূরণ করার সাধ্য আমার হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?