ভালো আছি কিনা জানা নেই : অ. না. ক. ২২/০৬/২০১৪
আমি হাসতে পারিনা,
যখনই হাসতে যাই
একরাশ না পাওয়ার যন্ত্রণা
আমার মুখ চেপে ধরে।
আমি কাঁদতে পারিনা,
যখনি কাঁদতে যাই
কিছু কিছু ক্ষুদ্র ক্ষদ্র প্রাপ্তি
চোখের জল মুছিয়ে দেয়।
আমি নিরব থাকতে পারিনা,
যখনি চুপ করে থাকি
একরাশ প্রতিবাদ এসে
আমাকে প্রতিবাদে সোচ্চার করে।
আমি চিত্কার করতে পারিনা,
যখনি কন্ঠ ছাড়ি জোরে
একরাশ নিস্প্রভ আলো
আমাকে তন্দ্রাচ্ছন করে।
আমি বেঁচে আছি এই নিয়ে
কেউ যেন মাঝে মাঝে ফিস ফিস করে
আমার কানে কানে বলে "এই বেশ ভালো আছো"।
তবে আমি বেঁচে আছি
ভালো আছি কিনা জানা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন