সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
বুধবার, ৩১ আগস্ট, ২০২২
ওরা পালা ক'রে আসে-যায়
ওরা পালা ক’রে আসে যায়
অমরনাথ কর্মকার
ওরা পালা ক’রে আসে বার বার
পালা ক’রে ফিরে যায় আবার,
যেমন ঋতুরা আসা যাওয়া করে,
কখনো রোদ, কখনো বৃষ্টি ঝরে।
আমার কাছে চেনা এদের মুখ
এরা দু’জন আসলে দুঃখ ও সুখ।
এদের আমি ভালোই পারি বুঝতে
শুধু পারিনা এদের সাথে যুঝতে।
নিশুতি রাত, দৃষ্টি ঝাপসা অন্ধকারে
একটু পরেই সূর্য উঠবে পূর্ব পাড়ে।
প্রখর তাপে দিনভর শরীরে ঝরবে ঘাম,
রাত্রিবেলা চাঁদের আলোয় প্রাণের আরাম।
একটি ঝুলন্ত মুদ্রা ঘুরপাক খেলে
পর্যায়ক্রমে দু'পিঠেরই দেখা মেলে।
বুধবার, ২৪ আগস্ট, ২০২২
অসীম দূরত্ব
অসীম দূরত্বঃ
অমরনাথ কর্মকার ২৫/০৮/২০২২
তোমার
গলা শুকিয়ে কাঠ
ওষ্ঠাগত
প্রাণ তৃষ্ণাতে
দূরে
বসে ভাবছি তোমায়
নিয়ে
জলের পাত্র হাতে।
হাত
বাড়ালেই যখন তোমায়
পেয়ে
যেতাম যখন তখন
পূরণ
হ’ত প্রাণের খিদে
আজ
তুমিহীন প্রাণের অনশন।
তোমার
নামের উচ্চারণটা
কোমলতা
দিত রেশমের মত
এখন
সে নাম কাঁটাতার হয়ে
আমাকে
করে ক্ষতবিক্ষত।
তোমায়
ছাড়া শূণ্যতা আজ
শূণ্য
থেকে হচ্ছে ঋণাত্মক
সঙ্গীহারা
একলা পথ হাঁটা
সজল
চোখে জাগায় শোক।
দূরে যেতে সবাই
স্বাধীন
তাই ব’লে কি সবার অজান্তে ?
দূরত্বটা যে অসীম এমন
জানতে ফিরবে না এ প্রান্তে ?
বুধবার, ১৭ আগস্ট, ২০২২
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।