অসীম দূরত্বঃ
অমরনাথ কর্মকার ২৫/০৮/২০২২
তোমার
গলা শুকিয়ে কাঠ
ওষ্ঠাগত
প্রাণ তৃষ্ণাতে
দূরে
বসে ভাবছি তোমায়
নিয়ে
জলের পাত্র হাতে।
হাত
বাড়ালেই যখন তোমায়
পেয়ে
যেতাম যখন তখন
পূরণ
হ’ত প্রাণের খিদে
আজ
তুমিহীন প্রাণের অনশন।
তোমার
নামের উচ্চারণটা
কোমলতা
দিত রেশমের মত
এখন
সে নাম কাঁটাতার হয়ে
আমাকে
করে ক্ষতবিক্ষত।
তোমায়
ছাড়া শূণ্যতা আজ
শূণ্য
থেকে হচ্ছে ঋণাত্মক
সঙ্গীহারা
একলা পথ হাঁটা
সজল
চোখে জাগায় শোক।
দূরে যেতে সবাই
স্বাধীন
তাই ব’লে কি সবার অজান্তে ?
দূরত্বটা যে অসীম এমন
জানতে ফিরবে না এ প্রান্তে ?