বর্তমান পরিস্থিতিতে চলতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া আদৌ উচিৎ নয়।
কারনঃ
প্রথমত, পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া কোভিডের বর্তমান ভয়াবহ পরিবেশে পরীক্ষার্থীদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাতে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক করোনা সংক্রমণের প্রবল সম্ভাবনা থেকে যাবে।
দ্বিতীয়ত, অনলাইনে পরীক্ষা নেওয়া অনুচিত । তার কারন, দরিদ্র ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী পরীক্ষার্থীদের পক্ষে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ফোনের ব্যবহার অত্যন্ত ব্যয়সাপেক্ষ। বিশেষত, বর্তমান কোভিড পরিস্থিতিতে কাজ-হারানো বা উপার্জন কমে যাওয়া অভিভাবকদের পক্ষে সেই ব্যয়ভার বহন করা খুবই কষ্টকর।
তৃতীয়ত, সম্প্রতি ঘটে যাওয়া ‘ইয়াস’-এর বিপর্যয়ে অনেক পরিক্ষার্থীই বর্তমানে দুঃসহ জীবন অতিবাহিত করছে, এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হয়ত আগামী কয়েক মাস লেগে যাবে। তাই তাদের কাছে অনলাইনে পরীক্ষা দেওয়া প্রায় কল্পনাতীত।
সর্বোপরি, এই সমস্যা শুধুমাত্র আমাদের রাজ্য বা আমাদের দেশেরই নয়, এই সমস্যা সমগ্র বিশ্বের।
সুতরাং পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়ন আগামীতে সর্বত্রই যে গ্রহণীয় হবে, তা বলাই বাহুল্য।