ভয় কেন ঝড়ের ক্রোধে
অ.না.ক.২৫/০৫/'২১
চিতার মত তীব্র ঝড়ের গতি,
রাতের আকাশে সর্পিল বিদ্যুৎ চমক।
সাথে বজ্রপাতের সিংহ-গর্জন।
আমরা স্থির হয়ে দাঁড়িয়ে গাছের নিচে।
আমরা একসাথে ভাগ্যের সাথে করমর্দনে ব্যস্ত।
ভাগাভাগি ক'রে নিয়েছি ভালোবাসা আর দুঃখ-বেদনা।
তাহলে ভয় কেন ঝড়ের ক্রুদ্ধতাকে ?