শুক্রবার, ২১ মে, ২০২১
শনিবার, ১ মে, ২০২১
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
আগুন নিয়ে খেলা
আগুন নিয়ে খেলাঃ অমরনাথ কর্মকার ২৯/০৪/২০২১
কেবল বেঁচে থাকার মারন খেলায়
যাদের শরীর ঘামে ভিজে যায় রোজ,
এরা গণতন্ত্রের নির্বাক কাঠের পুতুল,
ভোটের পরে নেতা-মন্ত্রী কেউ নেয় না খোঁজ।
আমাদের অর্ধেক মরা জীবন বাঁচাতে
দিনরাত চলে অশ্লীল, কূট রাজনীতি
বাঁচানোর চেয়ে শুধু বাঁচিয়ে রাখাই
বুঝিবা আমাদের গণতন্ত্রের রীতি।
করোনার ক্রান্তিকালের মৃত্যু মিছিলে
পা মেলাতে চায় রাজনীতিকের দল
শ্মশানে,কবরেও এরা রাজনীতি খোঁজে
যদি জুটে যায় আগামী ভোটের ফল!
কিন্তু আগুন নিয়ে খেলতে গেলে
সেই আগুনেই শরীর হবে ছাই
তাই মানুষ নিয়ে এমন খেলা বন্ধ রেখে
আসুন আমরা বাঁচার মত বাঁচতে চায়।
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।