বুধবার, ২২ মার্চ, ২০১৭
সোমবার, ১৩ মার্চ, ২০১৭
মনে যা আসে তাই লিখি
মনে যা আসে তাই লিখিঃ অ.না.ক. ১৪/০৩/২০১৭
মনে যা আসে তাই লিখি প্রাণ খুলে,
ভালো হ'ল না মন্দ সব কিছু ভুলে।
লিখে লিখে খাতা ভরি, লিখি ফেসবুকে,
কেউ বা এড়িয়ে যায়, কেউ পড়ে ঝুঁকে।
কেউ বা লাইক দেয়, কেউ করে মতদান,
এইটুকু পাই ব'লে আনন্দে আটখান।
স্বপ্নটপ্ন দেখি না আমি, লিখি দিনে রাতে,
লেখার লাগাম তাই পরাই না হাতে।
মনে যা আসে তাই লিখি প্রাণ খুলে,
ভালো হ'ল না মন্দ সব কিছু ভুলে।
রবিবার, ১২ মার্চ, ২০১৭
দোলের কবিতা ৩ ১৩/০৩/২০১৭
বৃষ্টি বলছে,"পুরোনো রঙ ধুয়ে মুছে করব সাফ,
যাতে নতুন রঙে সব কিছু হয়ে যায় ছয়লাপ"।
একথা শুনে দোল পূর্ণিমা চাঁদ ভীষন সন্দিহান
আমার রঙে রঞ্জিত সব নিমেষেই হবে নাতো ম্লান!
দোলের কবিতা ২ ১২/০৩/২০১৭
এখন আর মাখি না রঙ
রঙ মেখে আর সাজি না সঙ।
নস্টালজিয়ার কবর খুঁড়ে
বিকৃত লাশ দেখি ঘুরে ঘুরে,
সে কি জীবিত আছে আর
যাকে রাঙিয়ে ছিলাম প্রথমবার?
দোলের কবিতা ১ ১১/০৩/২০১৭
আজ সবচে বেশি রঙ মেখেছি আমি
আমার মুখে একটুও রঙ নেই।
পৃথিবীর সব রঙ মিলে মিশে আছে
অন্য কোথাও নয়,শুধু সাদাতেই।
রবিবার, ৫ মার্চ, ২০১৭
আমরা দুজন সাজাহান মমতাজ
আমরা দুজন সাজাহান মমতাজঃ অ.না.ক. ০৬/০৩/২০১৭
আমরা দুজন মহার্ঘ্য ফ্ল্যাটে সাজাহান মমতাজ
যে মাঠে আমরা প্রেমে মজতাম
প্রোমোটর তার বুঝেছিল দাম
সেখানেই ওঠা বহুতলে আমরা বাসিন্দা আজ ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।