মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
ছন্নছাড়া জীবনের নবজন্ম
চলে গেল একটি দিন আজ নিঃশব্দে
- একটি জন্মদিন
লাল কালিতে ছাপা হলুদ মাখা খামে
আগাম ঘোষণা ছিল
একটি ছন্নছাড়া জীবনের নবজন্মের ।
আজ ছিল তার জন্মদিন ।
প্রথম ভূমিষ্ঠ হওয়া আমার চেয়ে
এ বয়সে অনেক নবীন ।
তবুও এদের শান্তিপূর্ণ অনিবার্য সহাবস্থান ।
যে আগন্তুকের সদর্প উপস্থিতিতে
আমার দ্বিতীয় জন্ম হয়েছিল,
সে আজ আমার এক বিছানায়
এক মশারীর সঙ্গী।
জীবনের সব স্বাদ আমরা ভাগ করে নিই ।
- একটি জন্মদিন
লাল কালিতে ছাপা হলুদ মাখা খামে
আগাম ঘোষণা ছিল
একটি ছন্নছাড়া জীবনের নবজন্মের ।
আজ ছিল তার জন্মদিন ।
প্রথম ভূমিষ্ঠ হওয়া আমার চেয়ে
এ বয়সে অনেক নবীন ।
তবুও এদের শান্তিপূর্ণ অনিবার্য সহাবস্থান ।
যে আগন্তুকের সদর্প উপস্থিতিতে
আমার দ্বিতীয় জন্ম হয়েছিল,
সে আজ আমার এক বিছানায়
এক মশারীর সঙ্গী।
জীবনের সব স্বাদ আমরা ভাগ করে নিই ।
মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
হেরিটেজের কান্না
হেরিটেজের কান্না - অ.না.ক. ৩১/০১/২০১৭
বৈদ্যুতিন যন্ত্র আজ দেখাচ্ছে তেজ,
ডাকবাক্সগুলো হয়ে গেছে হেরিটেজ।
পর্যটনে আজ দুরন্ত গতির লড়াই,
শম্বুক গতির ট্রাম মরে অবহেলায়।
যদি কান পাত তাজমহলের গায়,
বলতে পার কার কান্না শোনা যায় ?
বৈদ্যুতিন যন্ত্র আজ দেখাচ্ছে তেজ,
ডাকবাক্সগুলো হয়ে গেছে হেরিটেজ।
পর্যটনে আজ দুরন্ত গতির লড়াই,
শম্বুক গতির ট্রাম মরে অবহেলায়।
যদি কান পাত তাজমহলের গায়,
বলতে পার কার কান্না শোনা যায় ?
শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।