ছড়ার বড়াঃ অ.না.ক. ০২/১০/২০১৫
খেয়েছ ভরপেট কত চপ কাটলেট
জিভে জল আনা সুস্বাদু ষোলআনা ।
কিন্তু ছড়া দিয়ে বড়া ভাজা
খেয়েছ কখনো আগে ?
নাও দুটো খেয়ে দেখ
কি রকম লাগে !
(১) উপকরণঃ
ভাবনাগুলো টুকরো ক’রে কেটে,
ময়লা গুলো যত্ন ক’রে ছেঁটে,
ভালো করে মনের রসে ঢেলে,
ভেজে নাও শুদ্ধ ছন্দের তেলে ।
ব্যস! হয়ে যাবে ছড়ার বড়া
রসসিক্ত রসনা পরিতৃপ্ত করা ।
(২)উপকারিতাঃ
ছড়ার বড়া খাওয়া মানে
সুস্থ থাকা মনে প্রানে ।
পেট খারাপের শঙ্কা নেই
কারন শুকনো লঙ্কা নেই,
যা আছে তা সহজপাচ্য
দেখবে খুশী তুমি যতই খাচ্ছ ।