রবিবার, ১৬ জুন, ২০১৯
শুক্রবার, ১৪ জুন, ২০১৯
এন আর এস হসপিটালে ডাক্তারদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে
ডাক্তারদের আন্দোলন নিয়ে, ডাক্তার-রোগীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলা যায়, অনেক কিছু লেখা যায়। কিন্তু প্রকৃত সত্যটা কি তা কি আদৌ সামনে এসেছে? সংবাদ মাধ্যমে ঘটনার ব্যাখ্যায় নানান বৈচিত্র্য। সামাজিক মাধ্যমে পক্ষপাতদুষ্ট মতামত (আসল ঘটনা না জানার কারনে) সাধারণ মানুষের মনে যে ধারনার জন্ম দিচ্ছে, তাতে সমাজ ব্যবস্থার ক্রমাবনতি লক্ষ্যনীয়। প্রযুক্তির এই উন্নতির যুগে, সিসি ক্যামেরার কল্যাণে প্রকৃত ঘটনা উদঘাটন আদৌ অসম্ভব নয়। অথচ সংবাদ মাধ্যমগুলো তাদের কাজের মূল উদ্দেশ্যকে অর্থাৎ প্রকৃত ঘটনা তুলে ধরার কাজকে উপেক্ষা করে যে যার মত করে সংবাদ পরিবেশনে ব্যস্ত, যা জনমানসে বিভ্রান্তির সৃষ্টি ক'রে চলেছে। সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না ভুলটা কার, ডাক্তারের, নাকি রোগীর আত্মীয়ের, নাকি রাজনীতির অনুপ্রবেশ। অঙ্কের উত্তর তখনই মিলবে যদি অঙ্কে ভুল না থাকে। এন আর এস-এর সাম্প্রতিক ঘটনা সমাধানে তাই সর্বাগ্রে সর্বসম্মত সত্য উদঘাটন প্রয়োজন। এবং আমার মনে হয় সবরকম মাধ্যমের এব্যাপারে তৎপর হওয়ার প্রয়োজন সবার আগে এবং অবশ্যই পক্ষপাতহীন ভাবে। যতদিন সংবাদ মাধ্যম (বিশেষত বৈদ্যুতিন মাধ্যম এবং বিভিন্ন প্রকার সামাজিক মাধ্যম) তাঁদের কাজ ঠিকভাবে না করবে ততদিন এরকম চলতেই থাকবে - এর থেকে মুক্তি পাবার কোন পথ নেই।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।