ভোটের ছড়া - অ. না.ক. ২৬/০৩/২০১৯
ভোট এসেছে জোট বেঁধেছে
যতরকম মিথ্যে আছে সব,
প্রতিশ্রুতির বন্যা আনার
এ যেন এক মহোৎসব।
এখন ভোট চাইতে প্রার্থী হাজির
তোমার-আমার ঘরে বারংবার
পরে তারই পায়ে তেল মাখাতে
জনগণের পাত্র হবে উজার।
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা
কথার মালা ভাল্লাগে না আর ,
ঢের শুনেছি মিথ্যে প্রতিশ্রুতি
শুনতে শুনতে জীবন জেরবার।
ভোটটা দেব আমার মতে
কাজ করাটাই আসলে যার ধর্ম,
সুতরাং কাজ হবে না যতই পড়
প্রতিশ্রুতির অলিক অচল বর্ম।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে
সাতটি দশক হয়েছে পার,
প্রতিশ্রুতির ঝড়ঝাপটায়
এগিয়েছে সে কতটুকু আর ?
ভোট এসেছে জোট বেঁধেছে
যতরকম মিথ্যে আছে সব,
প্রতিশ্রুতির বন্যা আনার
এ যেন এক মহোৎসব।
এখন ভোট চাইতে প্রার্থী হাজির
তোমার-আমার ঘরে বারংবার
পরে তারই পায়ে তেল মাখাতে
জনগণের পাত্র হবে উজার।
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা
কথার মালা ভাল্লাগে না আর ,
ঢের শুনেছি মিথ্যে প্রতিশ্রুতি
শুনতে শুনতে জীবন জেরবার।
ভোটটা দেব আমার মতে
কাজ করাটাই আসলে যার ধর্ম,
সুতরাং কাজ হবে না যতই পড়
প্রতিশ্রুতির অলিক অচল বর্ম।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে
সাতটি দশক হয়েছে পার,
প্রতিশ্রুতির ঝড়ঝাপটায়
এগিয়েছে সে কতটুকু আর ?