বুধবার, ২০ জুন, ২০১৮

বিশ্বকাপে বিশ্ব কাঁপে

সারা বছর পড়ার ভীষন চাপে
বইএর পাতায় দেখি সর্ষে ফুলের সার,
যখন বিশ্বকাপে বিশ্ব কাঁপে
সেখানেই দেখি মেসি কিংবা নেইমার।   
            অ না ক ২০/০৬/'১৮

মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

বাজলনা আজও সেই রিং টোন

বাজলনা আজও সেই রিংটোন।
যখনই আমার বেজে ওঠে ফোন
সেই চেনা শব্দ বাজে রোজ রোজ
সে আমার আজও করেনি খোজ,
একদিন বাজবেই, বলছে মন।

                        অ.না.ক. ০৫/০৬/২০১৮

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?