শনিবার, ২৪ জুন, ২০১৭
শুক্রবার, ২৩ জুন, ২০১৭
অতিথি
অতিথি: অ.না.ক. ২৪/০৬/'১৭
যখন আসার কথা ছিল তখন এলে না
কেন তুমি ভাঙছ রীতিনীতি?
এখন থেকে স্বজন নয়,
বলব তোমায় আমার অতিথি।
যখন আসার কথা ছিল তখন এলে না
কেন তুমি ভাঙছ রীতিনীতি?
এখন থেকে স্বজন নয়,
বলব তোমায় আমার অতিথি।
সোমবার, ১২ জুন, ২০১৭
কোনটা তোমার প্রিয়?
কোনটা তোমার প্রিয়? অ.না.ক. ১২/০৬/'১৭
চোখ ঝলসানো প্রখর রোদের তাপ
নাকি স্নিগ্ধ সজল বৃষ্টিধারা,
নাকি রোদের সাথে মেঘের লুকোচুরি?
কোনটা তোমার প্রিয়?
এখন যদি নাও পার
একসঙ্গে চলার পথের প্রান্তে এসে
উত্তরটা দিও।
চোখ ঝলসানো প্রখর রোদের তাপ
নাকি স্নিগ্ধ সজল বৃষ্টিধারা,
নাকি রোদের সাথে মেঘের লুকোচুরি?
কোনটা তোমার প্রিয়?
এখন যদি নাও পার
একসঙ্গে চলার পথের প্রান্তে এসে
উত্তরটা দিও।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।