শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
ছন্নছাড়া জীবনের নবজন্ম
চলে গেল একটি দিন আজ নিঃশব্দে
- একটি জন্মদিন
লাল কালিতে ছাপা হলুদ মাখা খামে
আগাম ঘোষণা ছিল
একটি ছন্নছাড়া জীবনের নবজন্মের ।
আজ ছিল তার জন্মদিন ।
প্রথম ভূমিষ্ঠ হওয়া আমার চেয়ে
এ বয়সে অনেক নবীন ।
তবুও এদের শান্তিপূর্ণ অনিবার্য সহাবস্থান ।
যে আগন্তুকের সদর্প উপস্থিতিতে
আমার দ্বিতীয় জন্ম হয়েছিল,
সে আজ আমার এক বিছানায়
এক মশারীর সঙ্গী।
জীবনের সব স্বাদ আমরা ভাগ করে নিই ।
- একটি জন্মদিন
লাল কালিতে ছাপা হলুদ মাখা খামে
আগাম ঘোষণা ছিল
একটি ছন্নছাড়া জীবনের নবজন্মের ।
আজ ছিল তার জন্মদিন ।
প্রথম ভূমিষ্ঠ হওয়া আমার চেয়ে
এ বয়সে অনেক নবীন ।
তবুও এদের শান্তিপূর্ণ অনিবার্য সহাবস্থান ।
যে আগন্তুকের সদর্প উপস্থিতিতে
আমার দ্বিতীয় জন্ম হয়েছিল,
সে আজ আমার এক বিছানায়
এক মশারীর সঙ্গী।
জীবনের সব স্বাদ আমরা ভাগ করে নিই ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।